সোমবার ১৪ অক্টোবর ২০২৪
রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৫:৫৫ PM
রূপগঞ্জের কায়েতপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলামের বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন। সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, তথ্য গোপন করে বিক্রি করা জমির দলিল বন্ধক রেখে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ২৭০ কোটি টাকা আত্মসাৎ করেছেন।  

আজ বুধবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ড. সুফি সাগর সামস্। অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর লিখিত অভিযোগও দিয়েছে সংস্থাটি।  

তিনি বলেন, এখন বাংলাদেশের উন্নয়নের তুলনা বাংলাদেশ। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি সফল অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নব-আবির্ভুত একটি দেশ। কিন্তু এই অর্থনৈতিক সফলতা ধ্বংস করে দিচ্ছে কতিপয় অসৎ ব্যবসায়ী। 

তিনি আরো বলেন, রংধনু গ্রুপের কর্ণধার রফিকুল ইসলামের বিরুদ্ধে জোরপূর্বক জমি দখলের অভিযোগ থাকলেও তার অবৈধভাবে ঋণগ্রহণের বিষয়টি আলোড়ন সৃষ্টি করেছে। রফিক ২০২২ সালের শেষ দিকে এসব জমি বিক্রি করে দিলেও ঋণ নেন চলতি বছরের জুন মাসে। ঋণের টাকা কোথায় বিনিয়োগ করা হয়েছে, তা কিছুই জানে না ব্যাংক কর্তৃপক্ষ। 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সদস্য আমির সোহেল মল্লিক ও মতিউর রহমান তালুকদার।

আজকালের খবর/ওআর