প্রকাশ: বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ১০:৩০ AM
মালয়েশিয়ায় ভবন ধসে তিন বাংলাদেশি নিহত হয়েছে। এ সময় আরও দুই বাংলাদেশি গুরুতর আহত এবং চারজন নিখোঁজ হন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে ভবন ধসে হতাহতের এই ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে সংবাদ মাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়েছে, ধসে পড়া এই ভবনের সকল শ্রমিকই বাংলাদেশি ছিলেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত পৌনে ৯ টার দিকে মালয়েশিয়ার পেনাংয়ে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়ে। সেই ঘটনার পর উদ্ধারকারীরা এখনও চারজন নিখোঁজ শ্রমিকের খোঁজে ধ্বংসস্তূপের নিচে সন্ধান করছেন।
দেশটির পুলিশ জানিয়েছে, ‘গতকাল রাতে বাতু মং-এ মালয়েশিয়ার ফিশারিজ ডেভেলপমেন্ট অথরিটি (এলকেআইএম) এর কাছে নির্মাণাধীন একটি ভবন ধসে পড়লে তিনজন মারা গেছেন এবং দু’জন গুরুতর আহত হয়েছে।’
রাজ্যের ডেপুটি পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ উসুফ জান মোহাম্মদ বলেছেন, তিনজনের মধ্যে দু’জন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে মারা যান।
তিনি জানান, আহত দুজনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সবাই বাংলাদেশি বলে ধারণা করা হচ্ছে।
আজকালের খবর/এসএইচ