প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৫:৫৩ PM
আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগ দিয়ে (বিপিএল) আবারও মাঠে ফিরবেন বলে জানিয়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল।
আজ সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে এসে তামিম এ কথা জানান। এর আগে আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে পাপন গণমাধ্যমে কথা বললেও, তামিম নিশ্চুপ ছিলেন। তবে এর কয়েক ঘন্টা পর এবার সংবাদ সম্মেলন করলেন তামিমও।
বনানীতে নিজ বাসভবনে গণমাধ্যমকে এই ওপেনার বলেন, ‘আগামী জানুয়ারিতে বিপিএল দিয়ে আমি আবারও ক্রিকেটে ফিরবো।’
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই জাতীয় দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। গত জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝপথে অবসরের ঘোষণা দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথায় ফিরে আসেন। এরপর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজে ফিরলেও নানা নাটকীয়তায় ছিলেন না বাংলাদেশের বিশ্বকাপ দলে। সব মিলিয়ে তামিমের ফেরা-না ফেরা ছিল ধোঁয়াশার মধ্যে।
দুপুরের বৈঠক শেষে তামিমের ব্যাপারে পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।’
আজকালের খবর/এসএইচ