বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
আগারগাঁওয়ে নির্মাণাধীন ভবনে কেমিক্যালের ড্রাম বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৩:৩৪ PM
রাজধানীর আগারগাঁওয়ের তালতলায় একটি নির্মাণাধীন ভবনে খালি ক্যামিক্যালের ড্রাম বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। সোমবার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ওই চার জন হলেন– রবিন (১৯), রফিকুল ইসলাম (২৪), সরলাল দাস (৪৫) ও মোজাফ্ফর (২৬)।

উদ্ধারকারী শ্রমিক সর্দার শফিকুল ইসলাম বলেন, ‘তালতলা বাজারের একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় ক্যামিক্যালের একটি খালি ড্রাম পানি রাখার জন্য আনা হয়েছিল। শ্রমিকরা ওই ড্রামের মুখ কাটার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুনে ধরে যায়। এতে তারা দগ্ধ হন। পরে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়।’

তিনি বলেন, ‘ভবনটির বেজমেন্টের কাজ চলছিল। শ্রমিকরা ওই ভবনের পাশেই থাকতো।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বলেন, ‘রবিনের শরীরের ২২ শতাংশ, রফিকুল ইসলামের শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে। সরলাল দাস ও মোজাফফর সামান্য দগ্ধ হন। তাদের মধ্যে দুই জনকে ভর্তি করা হয়েছে। বাকি দুই জন পর্যবেক্ষণে রয়েছেন।’

আজকালের খবর/ওআর