বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪
বিসিবি সভাপতি পদে আর বেশি দিন নেই : পাপন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩, ৩:৩১ PM
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট পদে আর বেশি দিন নেই বলে জানিয়েছেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন নিজেই। তিনি বলেন, এই টার্ম তো আর বেশিদিন নাই। আমি আর বেশিদিন নাই বিসিবিতে। পদ ছাড়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো।

আজ সোমবার গুলশানস্থ নিজ বাসভবনে বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবালের সঙ্গে বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপ কালে তিনি এসব কথা জানান।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো। সেটা যদি অনেক কঠিন সিদ্ধান্তও হয়, সেটাও আমি নেবো।’

এদিকে দীর্ঘদিন ক্রিকেটমাঠে নেই তামিম। কবে মাঠে ফিরবেন সেটি নিয়েও রয়েছে ধোঁয়াশা। তামিমের ব্যাপারে পাপন বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তার আগে সে ফিরবে না।’

বাংলাদেশ ক্রিকেট নিয়ে খানিক বিরক্তি নিয়ে পাপন আরও বলেছেন, ‘একেকজন একেকটা কথা বলবে। সেটা শুনে একটা ডিসিশন নিব এসবের মধ্যে আমি নাই। আমি নিজে ভেতরে ঢুকব, আগে যেমন সব জানতাম। আমি জানি না অনেক কিছু। সেটা তামিমও স্বীকার করলো সে জানে না। আমি বললাম আমি আগে সব জেনে নিই। কেবল তোমার সঙ্গে কথা বললে তো হবে না, আমি সবার সঙ্গে কথা বলি। ভেতরে গিয়ে ক্রিকেটের স্বার্থে যা সিদ্ধান্ত নেওয়ার আমমি নাই।’

আজকালের খবর/এসএইচ