প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ৭:২২ পিএম

এই শীতে ফ্যাশন হাউস বার্ডস আই আরামদায়ক সব শীত পোশাক নিয়ে এসেছে তাদের শোরুমে। প্রতিটি উপলক্ষে বার্ডস আই নতুন নতুন ডিজাইন পোশাক নিয়ে হাজির হয় আউটলেট টিতে।
ফ্যাশন হাউস বার্ডস আই বরাবরই নান্দনিক সব ধরনের পোশাক নিয়ে আসার চেষ্টা করে তাদের শোরুম গুলোতে। বিভিন্ন ডিজাইনের বাহারি সব পোশাক রয়েছে এবার ও হাউজ টিতে। বার্ডস আইয়ের সঞ্চালক বলেন, আমরা বরাবরই ছেলেদের সব ধরনের পোশাক নিয়ে আসি এই শীতে ও তার ব্যতিক্রম হয় নি। এবারের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে নানা রকম ডিজাইনের ফুলহাতা টি শার্ট আরো থাকছে, ফুলহাতা শার্ট, ফুলহাতা পলো টি শার্ট,হুডি টি শার্ট, বোবা হুডি, জ্যাকেট ও শীত উপযোগী পাঞ্জাবি ইত্যাদি।
চায়না, ইন্ডিয়া বাংলাদেশী কাপড়ের তৈরি শত শত ডিজাইনের এসব পোশাক সারাদেশের উপজেলা ও জেলা পর্যায়ে পাইকারি ও খুচরা বিক্রয় চলছে। আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের দুটি মেগা শোরুম শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।
যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।
আজকালের খবর/আতে