রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
সাটুরিয়া হানাদারমুক্ত দিবস আজ
মাহমুদুল হাসান মনি, সাটুরিয়া
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৮:১২ PM
মানিকগঞ্জের সাটুরিয়া পাক-হানাদারমুক্ত দিবস আজ। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত হয় মানিকগঞ্জ জেলার সাটুরিয়া। আনন্দ-উল্লাসে মেতে ওঠে মুক্তিকামী মানুষ। সাটুরিয়ার মুক্ত আকাশে উড়ানো হয় লাল-সবুজের পতাকা। টাঙ্গাইলের বাতেন বাহিনীর কয়েক হাজার মুক্তিযোদ্ধা এক রাত অর্ধেক বেলা যুদ্ধ করার পর পাক বাহিনী আত্মসমর্পণ করে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ২১ নভেম্বর যথাযোগ্য মর্যাদায় দিনটি সাটুরিয়া পাকহানাদার মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে। 

স্থানীয় মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ২০ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে টাঙ্গাইলের বাতেন বাহিনীর কয়েক হাজার মুক্তিযোদ্ধা সাটুরিয়ার চারপাশে অবস্থান নিয়ে সাটুরিয়াকে ঘিরে ফেলে। এর পর শুরু হয় যুদ্ধ। রাতভর দুপক্ষের মধ্যে চলে মুহুর্মুহু গুলিবিনিময়। এ সময় পাক হানাদার বাহিনীর গুলিতে জিয়ারত হোসেন নামে এক মুক্তিযোদ্ধা শহীদ হন ও অর্ধশত মুক্তিযোদ্ধা আহত হন। এক রাত এবং অর্ধেক বেলা যুদ্ধ করার পর মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে ২১ নভেম্বর বেলা ২টার পর পাক হানাদার বাহিনী ও রাজাকাররা পিছু হটে। সাটুরিয়াকে পাক হানাদার বাহিনীর কবল থেকে মুক্ত করার দায়িত্বে ছিলেন সাটুরিয়ার কৃতী সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বাতেন বাহিনীর ফিল্ড কমান্ডার দেলোয়ার হোসেন হারিজ। তিনি এ সময় পাক বাহিনীর চারটি বাঙ্কার গুঁড়িয়ে দিয়ে সাটুরিয়াকে দেশের প্রথম পাক হানাদার মুক্ত করার কৃতিত্ব অর্জন করেন।

সাটুরিয়া পাক হানাদারমুক্ত দিবস পালন উপলক্ষে আগামীকাল মঙ্গলবার সাটুরিয়া উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও সাটুরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড র‌্যালি, আলোচনা সভাসহ নানা আয়োজন করেছে।

আজকালের খবর/ওআর