প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:৫৯ PM
নওগাঁর রাণীনগরে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, ভাইস চেয়ারম্যান জার্জিস হাসান মিঠু, ফরিদা বেগম, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, সাবেক কমান্ডার অ্যাড. ইসমাইল হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ, প্রশাসনের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান প্রমুখ।
এছাড়াও সভায় বিভিন্ন এনজিও, ব্যাংকসহ সুধীমহলের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। সভায় আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কেউ যেন কোনো প্রকারের অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পরে আগামী বিজয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি ও বাল্যবিবাহ নিরোধ কমিটির সভাও অনুষ্ঠিত হয়।
আজকালের খবর/ওআর