রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
আবারও মুখোমুখি হচ্ছে অস্ট্রেলিয়া-ভারত
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:৩৮ PM আপডেট: ২০.১১.২০২৩ ৭:৪২ PM
ঘরের মাঠে বিশ্বকাপে প্রায় অজেয় ভারত ফাইনালে এসেই হয়ে গেল পরাজিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াইও করতে পারল না। এতে ভারতের ২০ বছর আগের বদলা নেওয়া হলো না। ১২ বছর পর বিশ্বকাপ জয় পাওয়া হলো না। ১০ বছর ধরে আইসিসি ট্রফি না পাওয়ার খরা কাটলো না।

রবিবার আমদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ৬ উইকেটের বড় ব্যবধানে হারলো রোহিত শর্মার দল। ট্রাভিস হেডের একার ব্যাটে স্বাগতিকদের হারিয়ে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ জয় করে অস্ট্রেলিয়া। তবে ভারতকে হারিয়ে শিরোপা উদযাপনের খুব একটা সময় পাচ্ছে না চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।

সদ্য সমাপ্ত বিশ্বকাপের রানার্স-আপ ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার (২৩ নভেম্বর) মাঠে নেমে যেতে হবে বিশ্বজয়ীদের।

বৃহস্পতিবার শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আসন্ন সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু বিশাখাপত্তম, যার মানে বিশ্বকাপের ফাইনাল শেষ করেই টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলার জন্য দৌড়াতে হচ্ছে দুই দলের খেলোয়াড়দের। 

অবশ্য দেড় মাসজুড়ে চলা ম্যারাথন এই বিশ্বকাপে ক্রিকেটাররা ব্যস্ত থাকায় দ্বিতীয় সারির দল নিয়েই খেলাতে পারে ভারত-এমন আভাস পাওয়া যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী দলের বেশিরভাগ সদস্যই আছেন টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে। যদিও বিশ্রাম পেয়েছেন প্যাট কামিন্স।

সিরিজে নেতৃত্ব দিবেন ম্যাথু ওয়েড। এছাড়া বিশ্বকাপ স্কোয়াডে থাকা ৮ সদস্য-শন অ্যাবট, ট্রাভিস হেড, জস ইংলিশ, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভ স্মিথ, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা রয়েছেন ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার ঘোষিত টি-টোয়েন্টি সিরিজের দলে।

এদিকে খুব শিগগিরই এই সিরিজের স্কোয়াড ঘোষণা করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। বিশ্বকাপের ঠিক পরপর হওয়ায় দ্বিতীয় সারির দল খেলাবে ভারত। যেখানে অভিজ্ঞ ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
সাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
গাজীপুরে রডবোঝাই ট্রাকে আগুন, চালক দগ্ধ
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৮
কাকরাইল-শান্তিনগরে রিজভীর নেতৃত্বে মিছিল
পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে পড়ে প্রকৌশলীর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ফের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft