প্রকাশ: সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ৭:৩১ PM আপডেট: ২০.১১.২০২৩ ৭:৩৫ PM
রাজধানীতে ককটেল তৈরির সময় বিপুল পরিমাণ ককটেল ও ককটেল তৈরির সরঞ্জামাদিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। আজ সোমবার বিকালে রাজধানীর ডেমরার একটি পরিত্যক্ত বাড়িতে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সদর দফতরের মিডিয়া বিভাগের পক্ষ থেকে এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
ক্ষুদে বার্তায় জানানো হয়, ককটেল তৈরির সময় দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ ককটেল এবং ককটেল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
এতে জানানো হয়, র্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড টিম ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
আজকালের খবর/ওআর