রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
নজরদারিতে তমিজি, যে কোনো সময় গ্রেপ্তার: র‌্যাব
নিউজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ৮:৪২ PM
হক গ্রুপের চেয়ারম্যান আদম তমিজির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তমিজিকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলে জানিয়েছে র‌্যাব।

আজ শুক্রবার সন্ধ্যায় র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন। সম্প্রতি তিনি দেশে ফিরেছেন, এমন খবরে তার বাসায় অভিযান চালায় র‌্যাব। এখন পর্যন্ত তমিজি হকের গুলশান-২-এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসাটি নজরদারিতে রেখেছে র‌্যাব।

খন্দকার আল মঈন জানান, তমিজি হকের বাসায় অভিযান চালানোর জন্য বাসা সার্চ করতে ওয়ারেন্ট রয়েছে র‌্যাবের কাছে। গত বৃহস্পতিবার রাতে তার রাজধানীর গুলশান-২-এর ১১১ নম্বর রোডে বাসায় অভিযান শুরু করে র‌্যাব। এ সময় তিনি তার বাসার জানালার একটি গ্লাস ভেঙে আত্মহত্যার হুমকি দেন। এছাড়া তার স্ত্রীর গলায় চাকু ধরে মেরে ফেলার হুমকি দেন। এরপর অভিযান শেষ না করেই ফিরে আসে র‌্যাব।

তিনি বলেন, আদম তমিজি হকের বিরুদ্ধে অভিযোগ থাকায় তাকে একটু সময় লাগলেও আইনের আওতায় আনা হবে। র‌্যাব সদস্যরা অভিযান পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে। তাকে গ্রেপ্তারে গোয়েন্দা সদস্যরাও কাজ করছে।

জানা গেছে, সম্প্রতি রাজনৈতিক বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে সরকারের সমালোচনা, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও গ্রেপ্তার হওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়ান আরেফির সঙ্গে যোগসাজশের অভিযোগও রয়েছে আদম তমিজি হকের বিরুদ্ধে।

বৃহস্পতিবার র‌্যাবের অভিযানের সময় তমিজি নিজের ফেসবুক পেজে লাইভ এসে আত্মহত্যার হুমকি দেন। লাইভে তিনি তার নিজের বাসার বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করেছেন বলে দেখা গেছে। ওই লাইভে তার শ্রমিকদের ডাকতে শোনা যায়।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
গাজীপুরে রডবোঝাই ট্রাকে আগুন, চালক দগ্ধ
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৮
কাকরাইল-শান্তিনগরে রিজভীর নেতৃত্বে মিছিল
পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে পড়ে প্রকৌশলীর মৃত্যু
নিরাপত্তায় সারাদেশে র‌্যাবের ৪৩৫ টহল টিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ফের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft