রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
চার মিনিটে জোড়া গোল খেয়ে হারলো ব্রাজিল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩, ১১:৪৭ AM
শুরুতেই এগিয়ে যাওয়ার আনন্দ সঙ্গী ছিল ব্রাজিলের। কিন্তু এরপর যেন দেখা গেল ভিন্ন এক কলম্বিয়াকে। আক্রমণে ব্রাজিলকে কোণঠাসা করে রাখল তারা। কিন্তু মিলছিল কাঙ্ক্ষিত গোল। অসংখ্য সুযোগ হারানোর পর শেষদিকে চার মিনিটে জোড়া গোল করে দলকে দারুণ এক জয় এনে দিলেন লুইস দিয়াস।

২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বে ঘরের মাঠে ম্যাচটি ২-১ গোলে জিতেছে কলম্বিয়া। স্মরণীয় এই জয়ে লাতিন আমেরিকার অঞ্চলের বাছাইয়ের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে উঠে এসেছে দলটি।

ব্রাজিল যেন হুট করে হারিয়ে ফেলেছে ছন্দ। বাছাইয়ে প্রথম দুই ম্যাচে জয়ের পর গত মাসে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ ড্রয় করে তারা। পরে উরুগুয়ের মাঠে ২-০ গোলে হেরে বসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ব্যর্থতার সেই বৃত্ত যেন ভাঙতেই পারছে না দলটি।

জয়ের পথে ফিরতে মরিয়া ব্রাজিল শুরুতে মেলে ধরে আক্রমণের পসরা। এতে চতুর্থ মিনিটেই পেয়ে যায় সাফল্য। ভিনিসিউস জুনিয়রের পাস পেয়ে শট নেওয়ার আগে একটু পিছলে যান গাব্রিয়েল মার্তিনেল্লি, সামলে নিয়ে লক্ষ্যে শট নেন আর্সেনাল ফরোয়ার্ড। বল খুঁজে পায় ঠিকানা, এগিয়ে যায় ব্রাজিল।

ওই ধাক্কা সামলে নিয়ে কলম্বিয়াও পাল্টা আক্রমণ চালায়। তিন মিনিটের মধ্যে তাদের দারুণ দুটি প্রচেষ্টা রুখে দিয়ে দলকে এগিয়ে রাখেন ব্রাজিল গোলরক্ষক আলিসন। সময়ের সঙ্গে ব্রাজিলের রক্ষণের জন্য ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠেন লুইস দিয়াস।

অপহরণ হওয়ার পর মুক্তি পাওয়া দিয়াসের বাবা এদিন মাঠে বসেই ছেলে খেলা দেখেন। তার সামনে যেন নিজেকে মেলে ধরতে উন্মুখ ছিলেন দিয়াস।

প্রথমার্ধে অনেক বড় এক ধাক্কা খায় ব্রাজিল। চোট পেয়ে মাঠ ছাড়েন আক্রমণভাগের মূল তারকা ভিনিসিউস। প্রাথমিক চিকিৎসা নিয়েও খেলা চালিয়ে যেতে পারেননি তিনি। প্রতিপক্ষের ওপর প্রবল চাপ ধরে রেখে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিকরা; কিন্তু অনেক চেষ্টার পরও বিরতির আগে কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি তারা।

দ্বিতীয়ার্ধেও গোলের অনেক সুযোগ তৈরি করে কলম্বিয়া। কিন্তু ফিনিশিংয়ের কাজটা করতে পারছিলেন না দলটির কেউ। অবশেষে ৭৫তম মিনিটে কলম্বিয়া শিবিরে স্বস্তি ফেরান দিয়াস। বাঁ দিক থেকে সতীর্থে ক্রসে ছয় গজ বক্সে লাফিয়ে হেডে স্কোরলাইন ১-১ করেন লিভারপুল ফরোয়ার্ড। চার মিনিট পর আবারও ডি-বক্সে দিয়াসের হেড এবং গোল। শুরু হয়ে যায় কলম্বিয়ার সমর্থকদের জয়োৎসব।

তারপরও সময় অবশ্য ঢের বাকি ছিল। কিন্তু শেষ পর্যন্ত বেশকিছু আক্রমণ করেও গোলের দেখা পায়নি ব্রাজিল। ফলে ২-১ গোলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।

আজকালের খবর/এসএইচ








সর্বশেষ সংবাদ
পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে পড়ে প্রকৌশলীর মৃত্যু
নিরাপত্তায় সারাদেশে র‌্যাবের ৪৩৫ টহল টিম
আগামী বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন লিওনেল মেসি
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
ফের গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ফের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft