বৃহস্পতিবার ১ মে ২০২৫
বার্ডস আই-এর শীতের আয়োজন
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ নভেম্বর, ২০২৩, ৫:৩৩ PM
এই শীতে ফ্যাশন হাউস  বার্ডস আই  আরামদায়ক সব শীত পোশাক নিয়ে এসেছে তাদের শোরুমে। প্রতিটি উপলক্ষে বার্ডস আই নতুন নতুন ডিজাইন পোশাক নিয়ে হাজির  হয় আউটলেট টিতে ।   
 
ফ্যাশন হাউস   বার্ডস আই বরাবরই নান্দনিক সব ধরনের পোশাক  নিয়ে আসার চেষ্টা করে তাদের শোরুম গুলোতে। বিভিন্ন ডিজাইনের বাহারি সব পোশাক রয়েছে  এবার ও  হাউজ টিতে। বার্ডস আইয়ের সঞ্চালক বলেন,  আমরা বরাবরই  ছেলেদের সব ধরনের পোশাক নিয়ে আসি এই শীতে ও তার ব্যতিক্রম হয় নি। 

এবারের বিশেষ আয়োজন হিসেবে রয়েছে নানা রকম  ডিজাইনের  ফুলহাতা টি শার্ট আরো থাকছে,ফুলহাতা শার্ট,  ফুলহাতা পলো টি শার্ট,হুডি টি শার্ট, বোবা হুডি, জ্যাকেট ও শীত উপযোগী পাঞ্জাবি ইত্যাদি। 
 
চায়না, ইন্ডিয়া   বাংলাদেশী  কাপড়ের তৈরি  শত শত  ডিজাইনের  এসব পোশাক সারাদেশের উপজেলা  ও জেলা পর্যায়ে  পাইকারি  ও  খুচরা বিক্রয় চলছে। 

আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২টি মেগা  শোরুম  শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।

যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।

আজকালের খবর/আতে