বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
বছরব্যাপী স্রোত সাহিত্য উৎসব শুরু ১১ নভেম্বর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৬ নভেম্বর, ২০২৩, ৩:২৮ PM আপডেট: ০৬.১১.২০২৩ ৪:০৭ PM
বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে ‘স্রোত সাহিত্য উৎসব ২০২৩-২৪’। সংগঠনটির ৩০ বছর উদযাপন উপলক্ষে বছরব্যাপী হবে এ আয়োজন। আগামী ১১ নভেম্বর রংপুর বিভাগে হবে প্রথম অনুষ্ঠান। ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে স্রোত রাঙামাটি সাহিত্য উৎসব। পরবর্তীতে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে স্রোত সাহিত্য উৎসব অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানগুলোতে উপস্থিত থাকার কথা রয়েছে কথাসাহিত্যিক সেলিনা হোসেনসহ খ্যাতিমান কবি, সাহিত্যকগণের। আলোচনা ও আবৃত্তি অনুষ্ঠান ছাড়াও প্রতিটি বিভাগের উল্লেখযোগ্য গুণী কবি-সাহিত্যিকদের সম্মাননা প্রদান করা হবে।

উৎসব উদযাপন উপলক্ষে- স্রোত সাহিত্য পত্রিকা ও প্রকাশনার সহযোগী বন্ধুদের মধ্যে ইতোমধ্যে কয়েক দফা আলোচনা সম্পন্ন হয়েছে।

সম্পাদক গোবিন্দ ধর জানিয়েছেন, বাংলাদেশের আটটি বিভাগীয় শহরে স্রোত সাহিত্য উৎসবের পাশাপাশি বর্ষব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে ভুটানে আগামী বছরের ৬-৭ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘থিম্পু কবিতা উৎসব বইমেলা’ ও ‘ট্রেড ফেয়ার-২০২৪।’ ২১ এপ্রিল অনুষ্ঠিত হবে ‘সান্দাকফু সাহিত্য উৎসব-২০২৪। আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ‘লালগঞ্জ আইল্যান্ড সাহিত্য উৎসব-২০২৩।’ ‘লোকসংস্কৃতি উৎসব’ হবে ২৯ ডিসেম্বর। এতে উপস্থিত থাকবেন বাংলাদেশের লোকগবেষক সৈয়দা আঁখি হক। অনুষ্ঠানে লেখক সম্মাননা ও প্রকাশনা উৎসবের পাশাপাশি থাকবে কণ্ঠশিল্পী পাগল হাসান ও রাজা হাসানের লোকগান। সৈয়দা আঁখি হকের সম্মানে ঝুমুর নৃত্য, ধামাইল এবং ত্রিপুরী লোকনৃত্য অনুষ্ঠানকে প্রাণবন্ত করবে। উপস্থিত থাকবেন প্রাবন্ধিক অশোকানন্দ রায়বর্ধন, কথাসাহিত্যিক বিমল চক্রবর্তী এবং লোকগবেষক মন্টুস মহোয়। আঁখি হকের ত্রিপুরা ভ্রমণকে স্মরণীয় রাখতে উত্তর ত্রিপুরায় একদিনের ভ্রমণে থাকবে, নি ভবানন্ধের মাজার ও দিঘি পরিদর্শন।

আজকালের খবর/আরইউ