বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
গণমাধ্যমকর্মীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ সম্পাদক ফোরামের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:০২ PM
রাজধানীর নয়াপল্টনে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ চলাকালে দায়িত্বপালনরত ৩০ জন গণমাধ্যমকর্মীর ওপর বর্বরোচিতভাবে হামলা, মারধর ও গণমাধ্যমের যানবাহন ভাঙচুরের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্পাদক ফোরাম নেতৃবৃন্দ।

রবিবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে সম্পাদক ফোরাম নেতৃবৃন্দ বলেন, অতীতের মতো আবারো সাংবাদিকরা তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় বিএনপির দুষ্কৃতকারীরা নগরীর বিভিন্ন স্থানে যে নির্মমভাবে হামলা করেছে, তা নজিরবিহীন।

নেতৃবৃন্দ মনে করেন, দায়িত্বপালনরত সাংবাদিকরা বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, অগ্নিসন্ত্রাস ও বিভিন্ন সরকারি স্থাপনার উপর হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগের সচিত্র খবর প্রকাশের আক্রোশ থেকেই পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে। যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী এবং সাংবাকিদদের নিরাপত্তার উপর নির্লজ্জ আক্রমণ।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে সরকারের কাছে জোর দাবি জানান। তারা বলেন, আগামীতে রাজনৈতিক কর্মসূচির সময় যে রাজনৈতিক দলের নেতাকর্মীরা কর্মরত সাংবাদিকদের ওপর হামলা এবং গণমাধ্যমের যানবাহন ভাঙচুর করবে, সেই দলের বিরুদ্ধে সাংবাদিক সমাজ কঠোর অবস্থান নিতে বাধ্য হবে। 

ইতিপূর্বে বিএনপি ‘সময় টিভি’ এবং ‘একাত্তর টিভি’কে বর্জন করার যে ন্যক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে, তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় সম্পাদক ফোরাম। কারণ এটি একটি রাজনৈতিক দলের গণমাধ্যমের প্রতি অসষ্ণিুতার বহিঃপ্রকাশ, যা নিন্দনীয়।

আজকালের খবর/আরইউ