প্রকাশ: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩, ৭:০৬ পিএম

ইসরায়েলি দখলদার বাহিনীর হামলায় ফিলিস্তিদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশের জাতীয় সংসদ।
আজ ররিবার (২২ অক্টোবর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর উত্থাপিত এ সংক্রান্ত শোক প্রস্তাব সংসদে গ্রহণ করা হয়।
শোক প্রস্তাবে স্পিকার বলেন, গাজাসহ ফিলিস্তিনের অন্যান্য জায়গায় ইসরায়েলি দখলদার বাহিনীর সাম্প্রতিক বর্বরোচিত হামলায় নিহত শিশু ও হতাহতদের স্মরণে জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। তাদের আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
এছাড়াও মরক্কো ও আফগানিস্তানে ভূমিকম্প, লিবিয়ায় বন্যা, সিকিমের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও শোক জানায় সংসদ।
উল্লেখ্য, ফিলিস্তিনের হতাহতদের জন্য শনিবার (২১ অক্টোবর) বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হয়। এর আগে শুক্রবার (২০ অক্টোবর) সারা দেশের সব মসজিদে জুমার নামাজের পর ফিলিস্তিনের জন্য দোয়া এবং সব ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
আজকালের খবর/এসএইচ