প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৮:০৩ PM

শেরপুরের নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মদ জব্দ করে নালিতাবাড়ী থানা পুলিশ। একইসঙ্গে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে দুই যবককে গ্রেপ্তার করা হয়েছে। পালিয়ে গেছে আরো এক যুবক।
গতকাল মঙ্গলবার রাতে পৌর শহরের কাচারীপাড়া ও ছালুয়াতলা মরাখালি এলাকা থেকে জড়িতদের গ্রেপ্তার এবং মদ জব্দ করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কাচারীপাড়া মহল্লা থেকে ৫ বোতল রয়েল স্টেগ ভারতীয় মদসহ সাগর চন্দ্র মণ্ডল ও রাতুল সূত্রধরকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে নালিতাবাড়ী ইউনিয়নের ছালুয়াতলা গ্রামের মরাখালি এলাকায় আরেক মাদক কারবারি ভজনের বাড়িতে পুলিশ অভিযান চালায়। অভিযানকালে গোয়ালঘরের মাটির নিচ থেকে একই ব্র্যান্ডের আরো ৪৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। তবে ভজন এর আগেই পালিয়ে যায়।
নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, গ্রেপ্তারকৃত ও পলাতকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পর গতকাল বুধবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আজকালের খবর/ওআর