প্রকাশ: বুধবার, ৪ অক্টোবর, ২০২৩, ৭:৫৮ PM
দিনাজপুরের ফুলবাড়ীতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুর ১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাফিউল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক গণশিক্ষামন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হুদা, পৌর মেয়র মাহমুদ আলম লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, জেলা পরিষদ সদস্য শফিকুল ইসলাম, বেতদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, কাজীহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক রতন, এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মওলানা নবিউল ইসলাম, উপজেলা শাখা বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন দাস, সদস্য সচিব প্রধান শিক্ষক ধীমান চন্দ্র সাহা, সদস্য সাংবাদিক প্লাবন শুভ, থানার পরিদর্শক (ওসি তদন্ত) শফিকুল ইসলাম, উপজেলা আনসার কর্মকর্তা রীতা রায় প্রমুখ।
এতে উপজেলার ৬৫টি পূজামণ্ডপ কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর