বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৩ PM আপডেট: ২৭.০৯.২০২৩ ৬:৩৭ PM
‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবং ‘ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে’, এ স্লোগান নিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। আজ বুধবার দিবসটি পালন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা ও উপজেলায়  বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

প্রতিনিধিদের পাঠানো খবর:

রাজশাহী: রাজশাহীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকালে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) সরকার অসীম কুমারের সভাপতিত্বে বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সভায় উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দিবসটির তাৎপর্য তুলে ধরে বলেন, ইন্টারনেটের ফলে তথ্য পাওয়া অনেক সহজ হয়েছে। মানুষের হয়রানি বহুলাংশে কমে এসেছে। এ সময় তারা তথ্য প্রাপ্তির সময় কমিয়ে আনার পরামর্শ দেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এবং স্লোগান হচ্ছে ইন্টারনেটে তথ্য পেলে জনগণের শান্তি মেলে।

উল্লেখ্য যে, ২৮ সেপ্টেম্বর বিশ্বজুড়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়। এ বছর ও দিন পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি থাকায় বাংলাদেশে গতকালই আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ঝিনাইদহ: ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন ও টিআইবির আয়োজনে আজ সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খালিদ হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, জেলা টিআইবির সভাপতি এম সাইফুল মাবুদসহ অন্যরা বক্তব্য রাখেন।

কিশোরগঞ্জ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপিত হয়েছে। আজ কালেক্টরেট কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম, জেলা সিনিয়র তথ্য অফিসার মো. শামছুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আসাদ উল্লাহ, কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মুজিবুর রহমান বেলাল, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ। 

জয়পুরহাট: জয়পুরহাটে আজ সকালে জেলায় উদযাপন করা হলো আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন- জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী। অনুষ্ঠানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের ওপর একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার সোহেল মিয়া। আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইশতিয়াক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, স্থানীয় উন্নয়ন সংস্থা ‘জাকস ফাউন্ডেশনের’ নির্বাহী পরিচালক মো. নূরুল আমিন, জেলা চেম্বারের পরিচালক এম এ করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন ও সাংবাদিক শাজাহান সিরাজ মিঠু প্রমুখ। 

শরীয়তপুর: ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’ প্রতিপাদ্যে শরীয়তপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন করা হয়েছে।দিবস উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ তালুতে, অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামসুন নাহার, জেলা তথ্য অফিসার শাহীন মিয়া।

পঞ্চগড়: ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে' এ স্লোগানকে সামনে রেখে পঞ্চগড়ে আজ আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম। অনুষ্ঠানে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের উপর একটি পাওয়ার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার মো. হায়দার আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাশ, জেলা আনসার অ্যাডজুট্যান্ট সফিউল আযম, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম, শিক্ষার্থীদের মধ্যে মো. মনিরুজ্জামান বক্তব্য দেন।  

নড়াইল: ‘তথ্যের অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব’, এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে এবং ‘ইন্টারনেটে তথ্য পেলে, জনগণের শান্তি মেলে’, এ স্লোগান নিয়ে নড়াইলে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে। আজ দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন, নড়াইলের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত তারেক আল মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমাড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম আল মামুন, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. আলমগীর সিদ্দিকী, সাবেক সভাপতি এনামুল কবির টুকু সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, এনজিও প্রতিনিধি এ সময় উপস্থিত ছিলেন।

রৌমারী (কুড়িগ্রাম): তথ্য অধিকার দিবসে তথ্য না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাংবাদিকরা। আজ বেলা ১১ টারদিকে ‘তথ্যর অবাদ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব প্রতিপাদ্য’কে সামনে রেখে রৌমারীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে পথসভায় এ ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিকরা। পথসভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, ইউপি চেয়ারম্যান এসএম রেজাউল করিম, সাংবাদিক সুজাউল ইসলাম সুজা, এসএম সাদিক হোসেন, পুলিশ পরিদর্শক তদন্ত মুশায়েদ হোসেন ও একাডেমিক সুপার ভাইজার মোক্তার হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী অফিসার নাহিদ হাসান খান বলেন, উপজেলার সকল দপ্তরের ওয়েবসাইট ও ই-সেবা চালুর পাশাপাশি সাংবাদিক বন্ধুদের সঙ্গে সোহাদপূর্ণ মনোভাব গড়ে তোলা ও তথ্যসেবা প্রদানের নির্দেশ দেন। 

আমতলী (বরগুনা): নুরুল হক লিটন তথ্যর অবাধ প্রবাহে ইন্টারনেটের গুরুত্ব আন্তজার্তিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা প্রশাসন আমতলী ও বরগুনা তথ্য কমিশনের আয়োজনে আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, কুকুযা ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেযারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যঅন সোহেলী পারভীন মালা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হায়াতুজ্জামান মিরাজ। সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আলমগীর হোসেন, সমবায় অফিসার জগলুল হায়দার, বিএডিসি কর্মকর্তা মোহাইমনিুল ইসলাম . প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো, জামাল হোসাইন, আমতলী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকরা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আজকালের খবর/ওআর