বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ
বিশ্ব পর্যটন দিবস পালিত
নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৭ PM আপডেট: ২৭.০৯.২০২৩ ৬:২০ PM
‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বুধবার পালিত হচ্ছে বিশ্ব পর্যটন দিবস। প্রতিবছর বিশ্বের অন্য দেশের মতো বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালিত হয়ে আসছে। পর্যটন দিবসে সারা দেশের ইতিহাস-ঐতিহ্যকে এক ছাদের নিচে আনতে চার দিনব্যাপী বাংলাদেশ ফেস্টিভ্যালের আয়োজন করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। বিভিন্ন জেলা-উপজেলায় র‌্যালি ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়া: ‘পর্যটনে পরিবেশ বান্ধব বিনিয়োগ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বগুড়ায় পালিত হলো বিশ্ব পর্যটন দিবস। সকাল ১০টায় বগুড়া জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে দিবসের যৌথভাবে উদ্বোধন করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু ও বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। পরে এক বর্ণাঢ্য র‌্যালি জেলা প্রশাসনের বট তলা থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। 

বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। এতে সভাপতিত্ব করে জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপারের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আল-মারুফ, জেলা শিক্ষা অফিসার হজরত আলী, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মোস্তাফি। 

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে পর্দা উঠেছে বিচ কার্নিভাল ও পর্যটন মেলার। বিশ্ব পর্যটন দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসক কর্তৃক এ মেলার আয়োজন করা হয়। আজ সকালে কক্সবাজার শহরে বর্ণাঢ্য র‌্যালির পর সৈকতের লাবনী পয়েন্টে এসে মেলার উদ্বোধন করা হয়। এ সময় বেলুন, ফেস্টুস ও শান্তির প্রতীক হিসেবে পায়রা উড়িয়ে দেওয়া হয়। কক্সবাজার জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে উদ্বোধনী অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাফর আলম, কানিজ ফাতেমা আহমেদ, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মাহফুজুল ইসলাম, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিওনের পুলিশ সুপার জিল্লুর রহমান, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার মো আবু হেনা, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামসহ অনেকে। 

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজার হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্পট। এই কক্সবাজারতে ঘিরে সরকারের বৃহৎ পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে। এছাড়াও কক্সবাজার বাংলাদেশের পর্যটন শিল্পে নেতৃত্ব দিচ্ছে এবং পর্যটন দিবস উপলক্ষে সপ্তাহব্যাপী পর্যটন মেলা ও বিচ কার্নিভাল আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছে জেলা প্রশাসন।

পটুয়াখালী: বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কুয়াকাটায় পালিত হচ্ছে পর্যটন দিবস। দিবসটি উপলক্ষে গতকাল সকালে র‌্যালি, আলোচনা সভা ও বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করা হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে পটুয়াখালীর কুয়াকাটায় তিন দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে উপজেলা প্রশাসন ও কুয়াকাটা পৌরসভা। আজ থেকে শুক্রবার পর্যন্ত কুয়াকাটা সৈকতের ট্যুরিজম পার্ক সংলগ্ন এলাকায় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য শিল্পীরা অংশগ্রহণ করবেন। 

এদিকে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে কুয়াকাটার সব হোটেল-মোটেলে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে মালিক কর্তৃপক্ষ। এ ছাড়ের ঘোষণার পরই বুকিং হয়ে গেছে কুয়াকাটার অধিকাংশ হোটেল-মোটেলের কক্ষ। কুয়াকাটা পর্যটন পুলিশ জোনের ওসি হাসনাইন পারভেজ জানান, পর্যটকদের জন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রতিটি পর্যটন স্পটে আমাদের পুলিশ মোতায়েন আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার তথ্য নেই। কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হাওলাদার বলেন, আমরা পর্যটকদের সেবায় সার্বক্ষণিক নিয়োজিত আছি। আশা করছি আমাদের এ উৎসবের আয়োজন এবারের ছুটিতে ব্যাপক পর্যটকের সমাগম হবে। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, তিনদিনের ছুটিতে কুয়াকাটায় পর্যটন ব্যবসায়ী ও উপজেলা প্রশাসন উৎসবের উদ্যোগ নিয়েছে। পর্যটন দিবস ও টানা তিনদিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় আগত পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, মহিপুর থানা ও উপজেলা প্রশাসন কয়েক ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

পঞ্চগড়: ‘পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ প্রতিপাদ্যে পঞ্চগড়ে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে আজ সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক হাসনুর রশীদ বাবু। সভায় আরো বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার কনক কান্তি দাশ, জেলা জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আকতারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা এটিএম সারোয়ার হোসেন, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জামিল চৌধুরী ডলার, সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সফিকুল আলম প্রমুখ।  

নন্দীগ্রাম (বগুড়া): বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। 

আরো বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু ও নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা প্রমুখ।

আমতলী (বরগুনা): বরগুনার আমতলীতে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ আমতলী উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আবু জাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, আমতলী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান। 

বিশেষ অতিথি ছিলেন- আমতলী সদর ইউপি চেয়ারম্যান মো. মোতাহার উদ্দিন মৃধা, কুকুযা ইউপি চেয়ারম্যান মো. বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, আড়পাঙ্গাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড. এইচ এম মনিরুল ইসলাম, আমতলী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. হায়াতুজ্জামান মিরাজ। 

সভায় বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মো. আলমগীর হোসেন, সমবায় অফিসার জগলুল হায়দার, বিএডিসি কর্মকর্তা মোহাইমনিুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জামাল হোসাইন, আমতলী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব আহমেদ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

কমলগঞ্জ (মৌলভীবাজার): পর্যটনে পরিবেশবান্ধব বিনিয়োগ’ এ পতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। আজ দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ফটকের সম্মুখে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক, কমলগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুচিয়াং। 

আরো বক্তব্য রাখেন লাউয়াছড়া বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ এর প্রতিনিধি শাব্বীর এলাহী, পিপলস ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম, শিক্ষক মঞ্জুর আহমেদ আজাদ মান্না প্রমুখ।

আজকালের খবর/ওআর