বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
গজারিয়ায় কমিউনিটি ও বিট পুলিশিং সভা
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫৬ PM
মুন্সীগঞ্জের গজারিয়ায় ‘শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভবেরচর হাইওয়ে থানা পুলিশের আয়োজনে কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে ১১টার দিকে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির প্রাঙ্গণে এ কমিউনিটি ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসএম রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেনÑ কমিউনিটি পুলিশিং ফোরামের ভবেরচর হাইওয়ে থানা কমিটির সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সফিক ঢালী, পরিবহন নেতা ইস্রাফিল মিয়া প্রমুখ।

এ সময় ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সফিউল ইসলাম, সার্জেন্ট মাহবুব হাসানসহ কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যগণ এবং বিভিন্ন পরিবহনের মালিক ও চালকরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতির বক্তব্যে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ এএসএম রাশেদুল ইসলাম বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র হচ্ছে জনতাই পুলিশ পুলিশই জনতা। নিরাপদ সড়ক গঠনের জন্য যে কোনো শৃঙ্খলা ফেরানোর ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।

আজকালের খবর/ওআর