বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
গলাচিপায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৫১ PM
পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকাণ্ডে ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪০টি দুস্থ অসহায় পরিবারের মধ্যে বিনামূল্যে ৮০ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণের নগদ অর্থের চার লাখ ৮০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে প্রধান অতিথি সংসদ সদস্য এস এম শাহজাদা দুস্থ, অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে ঢেউটিন ও চেক বিতরণ করেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান মু. শাহিন শাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান বাবলু ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন কুমার বিশ্বাস, মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন শানু ঢালী, বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন তালুকদার প্রমুখ। 

এছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসিম রেজা, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. জহিরুন্নবী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, চিকনিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মু. সাজ্জাদ হোসেন রিয়াদ, ডাকুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ রায়, পানপট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম রেজা, পানপট্টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুদ রানা, উপকারভোগীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

আজকালের খবর/ওআর