প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:৪৫ PM
ঠাকুরগাঁওয়ে দলিত আদিবাসীদের অনুকূলে সংবাদ প্রকাশের লক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে ইএসডিও’র প্রেমদীপ প্রকল্পের সদর উপজেলা অফিস চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
উন্নয়ন সংস্থা ইএসডিও’র আয়োজনে ও হেকস্/ইপারের সহযোগিতায় সভায় ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে বক্তব্য দেন- প্রেমদীপ প্রকল্পের অ্যাডভোকেসি অফিসার সুজন খান, সদর উপজেলা ম্যানেজার ওয়ালিউর রহমান, সাংবাদিক জয়নাল আবেদীন বাবুল, নবিন হাসান, রেজওয়ানুল হক রিজু, আদিবাসী নেতা সিকম পাহান, মঙ্গল টুডু, হপন টুডু প্রমুখ।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভায় সদর উপজেলার আদিবাসীদের সামাজিক, সাংস্কৃতিক অবস্থা এবং নাগরিক সম্পৃক্ততা উন্নত করা, স্থায়িত্বশীল জীবিকায়নের মাধ্যমে অর্থনৈতিক অবস্থার উন্নতকরণ ও ভূমি ও প্রাকৃতিক সম্পদে সমান প্রবেশাধিকারের বিষয়ে আলোচনা করা হয়। আদিবাসীদের বিভিন্ন বিষয়ের ওপরে সংবাদ প্রকশের জন্য সাংবাদিকদের আহ্বান জানানো হয়।
আজকালের খবর/ওআর