প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২১ PM

আত্মপ্রকাশ করেছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাপস ইনোভেট। আজ বুধবার সকাল ১১টায় কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার প্রেস ক্লাব নাগেশ্বরীতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ ঘোষণা দেন অ্যাপস ইনোভেটের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জয়ন্ত চৌধুরী।
এ সময় তিনি বলেন, এটি বাংলাদেশের প্রথম ডিজিটাল মার্কেটিং এজেন্সি অ্যাপস। এই অ্যাপসটি ব্যবহার করে প্রতিষ্ঠানটি থেকে দেশের যেকোনো প্রান্ত থেকে সরাসরি ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিতে পারবেন ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীগণ। এছাড়াও এ অ্যাপসটি থেকে ফেসবুক বুস্টিং বা এডস, গুগল এডস, ইউটিউব এডস, ইন্সটাগ্রাম এডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসইও, ওয়েবসাইট ডিজাইন এবং ওয়েবসাইট ডেভেলভমেন্ট সম্পর্কিত পরিষেবা নেওয়া যাবে। পর্যায়ক্রমে কোম্পানিটি আরো মার্কেটিং পরিষেবা যুক্ত করবে। আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে থেকেই প্রতিষ্ঠানটি আস্থার সঙ্গে ২০১৮ সাল থেকে তাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজ থেকে সার্ভিস দিয়ে আসছে।
অ্যাপসটি ডাউনলোড করতে আপনারা গুগল প্লে-স্টোরে গিয়ে Inovate লিখে সার্চ করে ফোনে ইনস্টল করতে পারবেন। অথবা https://bit.ly/inovateapps লিংকে ভিজিট করে সরাসরি ডাউনলোড করতে পারবেন। গ্রাহক রংপুর চারতলা মোড়ে ইনোভেট ডিজিটাল অফিসে গিয়েও এ সংক্রান্ত যেকোনো পরিষেবা নিতে পারবেন।
উপস্থিত ছিলেন প্রেস ক্লাব সভাপতি লিটন চৌধুরী, সম্পাদক পাভেল জামান, যুগান্তর প্রতিনিধি জোবায়ের সিদ্দিকী স্বপন, সংবাদ প্রতিনিধি মনোয়ার হোসেন সিদ্দিকী, ইত্তেফাক সংবাদদাতা কীর্ত্তিকা সেন বিল্টুসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক সংবাদমাধ্যমের সংবাদকর্মী।
আজকালের খবর/ওআর