বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
শৈলকুপায় হত্যাকাণ্ডকে পুঁজি করে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০৭ PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়নের গোলকনগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলছে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট। দফায় দফায় শৈলকুপার গোলকনগর গ্রামে ঘটছে এ ঘটনা। আজ বুধবার সকালসহ গত কয়েকদিন ওই গ্রামের মধ্য, পশ্চিম ও উত্তরপাড়ায় অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। লুটপাট করা হয়েছে গোয়ালের গরু-ছাগল।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত ১ সেপ্টেম্বর দু’পক্ষের সংঘর্ষে আবু সাঈদ বিশ্বাস নামের আওয়ামী কর্মী নিহত হন। এ ঘটনাকে পুঁজি করে স্থানীয় আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী মেম্বার আসামিপক্ষের বাড়িতে দফায় দফায় হামলা চালিয়েছেন। হামলায় ওই গ্রামের শাহীন বিশ্বাস, জজ বিশ্বাস, মোতলেব বিশ্বাস, বকু কাজীসহ অন্তত ১৫টি বাড়িঘর ভাঙচুর ও গরু-ছাগলসহ ঘরের মালামাল লুট করা হয়।

ক্ষতিগ্রস্ত ওই গ্রামের মুকুল কাজী বলেন, আমি মারামারির সঙ্গে কোনোভাবেই জড়িত না। আমরা কোনো ঝামেলায় থাকি না। আমার বাড়িতে ভাঙচুর করা হয়েছে। ঘরের মালামাল লুটপাট করা হয়েছে। আমি সামাজিকভাবে দল করি, এটাই আমার দোষ।

ক্ষতিগ্রস্ত সোহান বিশ্বাস বলেন, মারামারিতে একজন মারা যাওয়াকে পুঁজি করে প্রতিপক্ষের লোকজন এখন বাড়ি-ঘরে লুটপাট চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে গ্রামে অন্তত ২০ পরিবারের পুরুষ মানুষ বাড়িছাড়া। তারা দফায় দফায় হামলা ও ভাঙচুর করছে।

এ ব্যাপারে শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হচ্ছে এমন কোনো খবর নেই। তারপরও এমন ঘটনা যেন না ঘটে সেজন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।

আজকালের খবর/ওআর