প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৩:২২ PM
"পর্যটণে পরিবেশবান্ধব বিনিয়োগ"এ পতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব পর্যটণ দিবস পালিত হয়েছে।
বুধবার (২৭ সেপ্টেম্বর)দুপুরে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে লাউয়াছড়া জাতীয় উদ্যান ফটকের সম্মুখে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবেদীন এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, পর্যটন পুলিশের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক,কমলগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মো.সিদ্দেক আলী, মাগুরছড়া পুঞ্জির মন্ত্রী জিডিসন প্রধান সুচিয়াং।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াছড়া বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম, ট্যুরিজম কমলগঞ্জ এর প্রতিনিধি শাব্বীর এলাহী, পিপলস ফোরাম এর সম্পাদক সামছুল ইসলাম, শিক্ষক মঞ্জুর আহমেদ আজাদ মান্না প্রমূখ।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে ট্যুরিস্ট পুলিশ,লাউয়াছড়া সহব্যবস্থাপনা কমিটি,পর্যটন সংশ্লিষ্ট উদ্যোক্তা,ট্যুরিজম কমলগঞ্জ,পর্যটন উন্নয়ন পরিষদ, ট্যুর অপারেটর,টিলাগাঁও ইকো ভিলেজ ও অরণ্যনিবাস ইকো রিসোর্টের সদস্যবৃন্দ ও কমলগঞ্জে কর্মরত সাংবাদিকবৃন্দ অংশগ্রহন করেন।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশবান্ধব ইকো ট্যুরিজম গড়ে তোলার আহবান জানান এবং পর্যটন বিকাশে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
আজকালের খবর/বিএস