রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
টেলরের রেকর্ড কি ভাঙতে পারবেন পরীমণি?
আহমেদ তেপান্তর
প্রকাশ: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৫ PM আপডেট: ২৬.০৯.২০২৩ ৮:০১ PM
‘ডিস্টিকিয়া’ এক রকমের জিনগত সমস্যা। এর ফলে আঁখিপল্লব ত্রুটিপূর্ণ হয়। এই ত্রুটি নিয়েই ভূমিষ্ঠ হয়েছিল শিশুটি। তার চোখের পাতা বা আইল্যাশের দু’টি স্তর ছিল। পরবর্তীকালে সেটাই হয়ে দাঁড়ায় মোহময়ী রূপের তুরুপের তাস। ওই তাস দিয়েই দীর্ঘ কয়েক দশক তিনি শাসন করেছিলেন হলিউড। তিনি সেলুয়েডের ‘ক্লিওপেট্রা’ এলিজাবেথ টেলর বা লিজ টেলর।

মাত্র সতেরো বছর বয়সে সুন্দরী এলিজাবেথ প্রথম বিয়ে করেছিলেন বিখ্যাত হোটেল ব্যবসায়ী পরিবারের সন্তান নিকি হিলটন জুনিয়রকে। এরপর একে একে সাত জন পুরষকে তিনি আট বার বিয়ে করেছিলেন। 

এলিজাবেথের কেরিয়ারে মাইলফলক সিনেমা হল ‘ক্লিওপেট্রা’। যশ, খ্যাতি, অর্থ সব কিছু তাকে দিয়েছিল এই ছবি। সেই সঙ্গে দিয়েছিল জীবনসঙ্গী রিচার্ড বার্টনকেও। এই ছবির সেটেই আলাপ দু’জনের। বার্টনকে দু’বার বিয়ে, দু’বার ডিভোর্স করেছিলেন লিজ। নায়িকা বলেছিলেন, ১৯৮৪ সালে রিচার্ড মারা না গেলে তিনি আরও একবার বিয়ে করতেন তাকে। বিয়ের সঙ্গে এই সুদর্শনী তাল মিলিয়ে ক্যারিয়ারও এগিয়ে নিয়েছেন। ব্যক্তিগত জীবনের ঝুটঝামেলা ক্যারিয়ার বাধাগ্রস্ত হয়নি। তার প্রমাণ মেলে অস্কারে পাঁচবার মনোয়ন পাওয়া। এরমধ্যে অস্কার বগদলদাবা করেছেন দু’বার! 

অপরদিকে প্রকৃতির সৃষ্টি নিখুঁত সুন্দরী পরীমণি, বাংলাদেশের প্রত্যন্ত এক এলাকায় জন্ম ও বেড়ে ওঠা। শিশুকাল থেকেই সুন্দরের সমার্থক এই অভিনেত্রী জীবনাচার ঠিক তার উল্টো। পর্দায় আসার সুবাদে স্বাভাবিকভাবেই তার প্রতিটি পদক্ষেপ আলোচনার কেন্দ্রবিন্দুতে। অতীত নিয়েও মুখরুচক গল্পে দর্শক। তারপরও সরলরেখায় নেই ডানাকাটা পরীর জীবন। বক্রকে আলিঙ্গন করতেই যেন প্রতিজ্ঞাবদ্ধ পরীমণি। দর্শকের সমালোচনা সে কেবল কর্মহীন লোকের আলোচনার সামিল বলে তুড়ি মেয়ে উড়িয়ে দেন। সেখানে ব্যক্তি বা অভিনেত্রী দুই সত্ত্বাকে একরেখায় নিয়ে দুর্বার চলছেন। অথচ দর্শকের প্রতি উন্নাসিক এই অভিনেত্রীকে বলা হয় বাংলা সিনেমার সুন্দরীদের সেরা। এমনকি প্রতিবেশি দেশেও তার মতো সুন্দরী কম! অভিনয়ে পরিণতবোধ না আনলেও ব্যক্তিগত বিষয়ের জন্য বহুল চর্চিত পরী জীবনাচার বাঙালি সাংস্কৃতিক আবহকে বার বার প্রশ্নবিদ্ধ করেছে। সবশেষ পঞ্চম পুরুষে যখন মাতৃত্বের স্বাধ লুফে নিলেন, তখন দর্শক কিছুটা হাফ ছেড়ে বাচঁলেন বৈকি! গর্ভবতী হওয়ার পূর্বমুর্হূতগুলো চরম বিতর্কের। শিরোনাম হলেন মাতৃত্বের। নিলেন সাময়িক বিরতি। সবার মুখে তখন হৈমন্তীরূপী পরীর প্রতি গভীর ভালোলাগা। হয়তো থিতু হবেন জীবন ভাবনা। অনেক চাড়াই উৎড়াই করে হলেও সরলই ছিলেন। কিন্তু পঞ্চম স্বামী অভিনেতা শরীফুল রাজের বহুগামিতায় বিরক্ত পরী ভাঙলেন ধ্রুপদীর মৌনতা। একলা চলোরে পথ বেছে নিলেন আইনিভাবে। ওদিকে ক্যারিয়ারের বাতিঘর নিভু নিভু করে। 

তিরিশ ছুঁই ছুঁই পরী এখন সিঙ্গেল মাতৃত্বের সাক্ষর বহন করছেন। জীবনের প্রতি মানুষের প্রতি বিরক্ত হয়ে ক্যারিয়ার নিয়ে খাবি খাচ্ছেন। বাণিজ্যিক তকমাকে আড়ালে রেখে অফট্র্যাকের সিনেমাকে আপন করছেন। তাতে পরীর সেই আবেদন অধরা! অন্যদিকে জীবনের সিনেমাতেও দৃশ্যত ফ্লপ!

স্বভাবতই দর্শকের শঙ্কা জীবনচলার পথে বার বার হোঁচট খাওয়া পরীমণি কি এখানেই থেমে থাকবেন নাকি জীবনসঙ্গী বাছাইয়ে পরীক্ষা-নিরীক্ষা করেই যাবেন যতক্ষণ না ক্লিওপেট্ট্রার রেকর্ড না ভাঙে? সময়ই সেটা বলে দেবে পুরুষের প্রতি কিংবা তার প্রতি পুরুষের আকর্ষণ এড়িয়ে ক্যারিয়ারে থিতু হবেন না পঙ্কিলতার আধারে হারিয়ে যাবেন অনন্য সুন্দরী পরীমণি।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় ২ সেনা সদস্যসহ নিহত ৮
হাইকোর্টে মির্জা ফখরুলের জামিন আবেদন
সাগরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’, বন্দরে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত
গাজীপুরে রডবোঝাই ট্রাকে আগুন, চালক দগ্ধ
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৮
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
নাট-বল্টু খুলে নেওয়ায় আজ দেরিতে ছাড়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft