মঙ্গলবার ৫ নভেম্বর ২০২৪
বিরামপুরে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন টিন ও আর্থিক সহায়তা
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৮ PM
দিনাজপুর জেলার বিরামপুরে ভারি বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারকে সংসদ সদস্য ও জেলা প্রশাসকের পক্ষ থেকে শুকনা খাবার, চাল, টিন ও আর্থিক সহায়তা পেলেন। গত কয়েকদিনের ভারি বৃষ্টি ও ঝড়ে দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন প্রকল্পের ঘর-বাড়ি এবং বাঁশবাড়িয়া গ্রামের বেশকয়েকটি ঘর-বাড়ি ভারি বৃষ্টি ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

গতকাল রবিবার রাত ৭টায় দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মো. শিবলী সাদিক এমপির পক্ষ থেকে ২নং কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী মন্ডল সরকারি ৫টি আবাসন প্রকল্পের ঘর-বাড়ি মালিকদের মধ্যে পাঁচ হাজার টাকা বিতরণসহ বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২৩টি ঘর-বাড়ি মালিকদের আর্থিক সহায়তা বাবদ পাঁচ হাজার টাকা বিতরণ করেন। সেইসঙ্গে দিনাজপুর জেলা প্রশাসক মো. শাকিল আহমেদের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ক্ষতিগ্রস্ত সরকারি আবাসন প্রকল্পের পাঁচটি ঘর-বাড়ি মালিকদের আর্থিক সহায়তা বাবদ তিন হাজার টাকা ও দুই বান্ডিল ঢেউটিন এবং বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২৩টি ঘর-বাড়ি মালিকদের মধ্যে আর্থিক সহায়তা বাবদ তিন হাজার টাকাসহ দুই বান্ডিল ঢেউটিনসহ শুকনো খাবার ও ৩০ কেজি চাল বিতরণ করেন।

এ সময় বিরামপুর উপজেলার ৪নং দিওড় ইউপি চেয়ারম্যান আব্দুল মালেক মন্ডল, ৮নং পলিপ্রয়াগপুর ইউপি চেয়ারম্যান রহমত আলী, বিরামপুর উপজেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সহ-দপ্তর সম্পাদক এহসানুল হক, বিরামপুর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ হোসেনসহ স্থানীয় সুধীজনসহ অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, উপজেলায় কয়েকদিন থেকে ভারি বৃষ্টি ও ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। উপজেলার দিওড় ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পের কয়েকটি ঘর-বাড়িসহ বাঁশবাড়িয়া গ্রামের কয়েকটি ঘর-বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় সংসদ সদস্য শিনলী সাদিক এবং দিনাজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মো. শাকিল আহমেদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিকভাবে সহায়তাসহ অন্যান্য উপকরণসহ বিতরণ করা হয়েছে।

আজকালের খবর/ওআর