বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভা
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৩ PM
বগুড়ার নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গভর্নিং বডির সভাপতি কামরুল হাসান সবুজের সভাপতিত্বে এ অনুষ্ঠিত হয়। 

এতে বক্তব্য রাখেন- নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজ গভর্নিং বডির সদস্য সচিব ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মুঞ্জুয়ারা খাতুন, দাতা সদস্য আবু বক্কর সিদ্দিক, অভিভাবক সদস্য গোলাম রব্বানী, রুহুল আমিন, আজিজুল হক, শিক্ষক প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টো, আতাহার আলী ও জাহেদা খাতুন প্রমুখ। 

এ সভায় নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রী কলেজে শিক্ষার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

আজকালের খবর/ওআর