প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১৫ PM
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে দরকার সুশিক্ষিত নাগরিকের। সেই সুশিক্ষিত নাগরিক গড়তে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করছে। যার জন্য দেশের শিক্ষা খাতে ব্যাপক বরাদ্দ দেওয়া হচ্ছে। বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়ন করা হয়েছে।
আজ সোমবার সকালে ভোলার লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের পেশকার হাট বাজার সংলগ্ন ‘হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের’ নবনির্মিত চার তলাবিশিষ্ট একাডেমিক ভবনের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। ৮৫ লাখ টাকা ব্যয়ে ভবনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর।
হোসনে আরা বেগম পৌর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে এ সময় পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, ফরাজগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশহাকুর রহমান জাফর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নূরুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ওআর