রবিবার ৬ অক্টোবর ২০২৪
বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু
আখতারুজ্জামান, বগুড়া
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৫৩ PM
বগুড়ায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো দু’জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টায় এবং রবিবার রাত সোয়া ৮টায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

বগুড়া সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বগুড়ায় এ বছর (জুলাই থেকে সেপ্টেম্বরের এ পর্যন্ত) ডেঙ্গুতে সাতজনের মৃত্যু হলো।

মৃত ব্যক্তিরা হলেন- আদমদীঘি উপজেলার শালগ্রাম সরদারপাড়া গ্রামের মৃত আয়নাল হক তালুকদারের ছেলে একরামুল হক তালুকদার বাবলু (৬৮) এবং সোনাতলা উপজেলার নাগরপাড়া গ্রামের আবু তালেবের স্ত্রী মিনি বেগম (৫৫)। এসব তথ্য নিশ্চিত করেছেন শজিমেক হাসপাতালের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। একরামুল হক তালুকদার পেশায় একজন হোমিও চিকিৎসক ছিলেন।

অপরদিকে, মিনি বেগম শজিমেক হাসপাতালে ভর্তি হন গত শনিবার সকাল সাড়ে ১০টায়। দুদিন চিকিৎসা নেওয়ার পর রবিবার ভোরে তার মৃত্যু হয়।

বর্তমানে শজিমেক হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন ৫৮২ জন। গতকাল সোমবার ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগী ভর্তি ছিল ২৬ জন।

আজকালের খবর/ওআর