ইতালির ‘মাফিয়া বস’ মেসিনা দেনারোর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৭ পিএম
৩০ বছর পালিয়ে থাকার পর পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ইতালির ‘মাফিয়া বস’ মাত্তিও মেসিনা দেনারো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে সোমবার এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন ইতালি দক্ষিণের সিসিলি দ্বীপের এই মাফিয়া নেতা।
কয়েক দশক ধরে ইতালির মাফিয়া জগতে আধিপত্য বিস্তার করা মেসিনোকে আইনজীবীরা অবশ্য পশ্চিম সিসিলির কোসা নস্ত্রা মাফিয়া দলের প্রধান হিসেবেই বর্ণনা করছেন।

খুব অল্প বয়স থেকে মাফিয়া দলের সাথে জড়িয়ে পড়েন মেসিনা দেনারো। একবার নাকি তিনি বলেছিলেন যে, তার হাতে নিহত ব্যক্তিদের দিয়ে একটি কবরস্থান ভরে ফেলা যাবে।

বছরের পর বছর ধরে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকলেও এই ‘মাফিয়া বস’ ছিলেন পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে। তার উল্লেখযোগ্য অপরাধকর্মগুলোর মধ্যে রয়েছে ১৯৯২ সালে মাফিয়াবিরোধী আইনজীবী গিওভানি ফালকোনে এবং পাওলো বোরসিলেনাকে হত্যা। ওই হত্যাকাণ্ডের পর সিসিলিয়ান মাফিয়াদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চালায় পুলিশ।

১৯৯৩ সালে ইতালির মিলান এবং ফ্লোরেন্সে বোমা হামলার সাথেও জড়িত ছিলেন এই মাফিয়া বস। সেই ঘটনায় নিহত হয়েছিলেন ১০জন। গিওসেপ্পে দি মাত্তেও নামে ১২ বছরের এক শিশুকে অপহরণও করেছিলেন মেসিনো। ওই শিশুর বাবা যেন মাফিয়াদের বিরুদ্ধে আদালতে কোনো সাক্ষ্য-প্রমাণ পেশ না করেন সেজন্য তাকে অপহরণ করা হয়। শেষ পর্যন্ত শিশুটিকে হত্যা করে মেসিনোর মাফিয়া বাহিনী।

তার বিষয়ে তথ্য প্রকাশিত হতে থাকলে ১৯৯৩ সালে গোপন স্থানে চলে যান মেসিনো।

তাকে ‘লাস্ট গডফাদার' আখ্যা দিয়েছে ইতালির সংবাদমাধ্যম। সিসিলির রাজধানী পালেরমোর একটি বেসরকারি হাসপাতালে গত ১৬ জানুয়ারি পুলিশের হাতে আটক হলেও মাফিয়াদের বিষয়ে কোনো তথ্য দেননি তিনি।

ইতালির গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, কোলন ক্যানসারে আক্রান্ত হয়ে ২০২০ সালে এবং ২০২২ সালে দুইবার তিনি অস্ত্রোপচার করিয়েছিলেন। পুলিশের চোখ এড়াতে সেই সময় তিনি ছদ্মবেশ ধারণ করে চিকিৎসা নিয়েছিলেন বলে জানা গেছে। পুলিশের হাতে ধরা পড়ার আগে তার স্বাস্থ্যের আরো অবনতি হয়।

সিসিলির কাস্তেলভেত্রানো শহরে ১৯৬২ সালে জন্ম নেন এই মাফিয়া নেতা। তার বাবাও ছিলেন মাফিয়া।ছোটবেলা থেকেই বাবাকে অনুসরণ করতে থাকেন তিনি। ১৫ বছর বয়সে অস্ত্র হাতে যোগ দেন মাফিয়াদের দলে। পুলিশ জানায়, ১৮ বছর বয়সে তিনি প্রথম হথ্যাকাণ্ড ঘটান।

অসংখ্য মামলায় অভিযুক্ত মেসিনা দেনারোকে যাজ্জীবনর কারাদণ্ড দিয়েছিল আদালত।

বিয়ে না করা মাফিয়া বসের বেশ কয়েকজন প্রেমিকা ছিল বলে জানা গেছে। নিজের একটি কন্যা থাকলেও তার সাথে কখনো দেখা হয়নি বলে খবরে জানানো হয়। 

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
মার্কিন শ্রমনীতি পোশাক রপ্তানিতে নেতিবাচক অবস্থা তৈরি করতে পারে: পররাষ্ট্র সচিব
স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়ার কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা-হয়রানি
একদিনে দশটি পথসভা, উঠান বৈঠক ও একটি জনসভা করেন সাজ্জাদুল হাসান এমপি
নতুন বছরে সুদহার বাড়ছে
শেখ হাসিনার প্রতি আস্থা রেখেই আজকের উন্নত বাংলাদেশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
রাজপথের আন্দোলনে জনগণের অধিকার প্রতিষ্ঠা হবে: মুরাদ
অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অনন্য ভূমিকায় ইসলামী ব্যাংক
হাইকোর্টের ৫২ বেঞ্চ গঠন করলেন প্রধান বিচারপতি
নতুন বই বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ইতিহাসের মহানায়ক: একটি অনন্য প্রকাশনা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft