বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে আইনজীবীদের পদযাত্রা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৬:২৩ PM
সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ব্যারিস্টার জয়নুল আবেদীন বলেছেন, খালেদা জিয়াকে মুক্তি দিতে কোনো আবেদনের প্রয়োজন নেই। ৪০১ ধারায় সরকারের নির্বাহী আদেশেই খালেদা জিয়াকে মুক্তি ও বিদেশে চিকিৎসা দেওয়া যেতে পারে, এজন্য কোনো আবেদনের প্রয়োজন পড়ে না। 

আজ সোমবার দুপুরে সরকারের পদত্যাগ, স্বঘোষিত রাজনীতিবিদ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুরে আইনজীবীদের পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন।  

ইউনাইটেড ল’ইয়ারস ফ্রন্টের উদ্যোগে আয়োজিত পদযাত্রাটি গাজীপুর আইনজীবী সমিতি চত্ত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উপদেষ্টা জয়নুল আবেদীন, ইউনাইটেড ল'ইয়ারস ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সিনিয়র যুগ্ম মহাসচিব ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, আইনজীবী শহীদুজ্জামান, রেজাউল করিম, ওমর ফারুক মেহেদী হাসান। পদযাত্রায় বিএনপি, গণ-অধিকার পরিষদসহ বিভিন্ন সংগঠনের শতাধিক আইনজীবী অংশ করেন।  

আজকালের খবর/ওআর