সোমবার ১৪ অক্টোবর ২০২৪
আগামীকাল বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩, ৫:০১ PM
আগামী মাসের ৫ তারিখই শুরু হতে যাচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। এ উপলক্ষে অধিকাংশ দেশই তাদের দল ঘোষণা করেছে। তবে বাংলাদেশ এখনো দল ঘোষণা করতে পারেনি।

নানা সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার বিশ্বকাপের দল ঘোষণা করতে পারে বিসিবি। টাইগারদের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে আজ সোমবার অস্ট্রেলিয়া থেকে ঢাকায় ফিরবেন। তিনি ফেরার পরই চূড়ান্ত ১৫ জনের স্কোয়াড তৈরি করা হবে। 

জানা গেছে, পাঁচ না চার পেসার নিয়ে বিশ্বকাপে যাবে দল, সেই সিদ্ধান্তে এখনও পৌঁছাতে পারেনি নির্বাচক প্যানেল। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেও চূড়ান্ত মতামত দিতে পারেননি। টাইগারদের তরুণ পেসার তানজিম হাসান সাকিবের জন্য অপেক্ষা করা হচ্ছে। 

জুনিয়র সাকিব কতদিনের মধ্যে পুরোপুরি ফিট হবেন সে রিপোর্ট চাওয়া হয়েছে মেডিকেল বিভাগের কাছে। সাকিব যদি ফিট হন সেক্ষেত্রে পঞ্চম পেসার হবে বিশ্বকাপ দলে সুযোগ পেতে পারেন তিনি। অন্যথায় তাকে বাদ দিয়ে চার পেসার নিয়ে ঘোষণা করা হতে পারে বিশ্বকাপ দল। 

আজকালের খবর/ওআর