প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:২৭ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনায় এনে ভর্তি বাতিল এবং ভর্তি পুনর্বহাল ফি কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ভর্তি বাতিল ও ভর্তি পুনর্বহাল ফি ৭০০ টাকার স্থলে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতক (সম্মান) ভর্তি পরিচালনা কমিটির সুপারিশ একাডেমিক কাউন্সিলের ৯৬তম সভা এবং সিন্ডিকেটের ২৩৭ তম সভার অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল স্তরে কার্যকর হবে।
পরিবর্তিত ফি আগামী ১ অক্টোবর ২০২৩ তারিখ থেকে কার্যকর হবে। এ তথ্য জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক আতাউর রহমান।
আজকালের খবর/ওআর