বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪
বারি’তে সাইন্স কমিউনিকেশন ট্রেনিং
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৭:১০ PM
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) জীব প্রযুক্তি বিভাগের আয়োজনে সাইন্স কমিউনিকেশন ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। 

আজ রবিবার ফিড দি ফিউচার গ্লোবাল বায়োটেক পটেটো পার্টনারশীপ এবং ফার্মিং ফিউচার বাংলাদেশের সহযোগিতায় বারি’র সেমিনার কক্ষে এ ট্রেনিং অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বারি’র বিজ্ঞানী এবং বিভিন্ন এনজিও এর উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার। এছাড়াও বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল্লাহ ইউছুফ আখন্দ, পরিচালক (পরিকল্পনা ও মূল্যায়ন) ড. দিলোয়ার আহমদ চৌধুরী, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, গ্লোবাল বায়োটেক পটেটো পার্টনারশীপ এর প্রজেক্ট ডিরেক্টর ড. ডেভিড ডচেস, ফার্মিং ফিউচার বাংলাদেশ এর সিইও এবং নির্বাহী পরিচালক জনাব মো. আরিফ হোসেন, গ্লোবাল বায়োটেক পটেটো পার্টনারশীপ এর কমিউনিকেশন অ্যান্ড এ্যাডভোকেসি গ্লোবাল রিসোর্চ লিড জেন ফিয়েরো এবং বারি’র জীব প্রযুক্তি বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাহমুদা খাতুন উপস্থিত ছিলেন।  

আজকালের খবর/ওআর