সোমবার ১৪ অক্টোবর ২০২৪
নেত্রকোনায় নদী রক্ষার দাবিতে মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৬:০৫ PM
নদনদীর রক্ষায় দখল, দূষণ ও খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ রবিবার নেত্রকোনা জেলা শহরের মোক্তারপাড়ায় নেত্রকোনা জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে স্বেচ্ছাসেবী সংগঠন গ্রিন ভয়েসের ব্যানারে বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। 

সকাল ১১টা থেকে ঘণ্টাব্যাপী কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- নেত্রকোনা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক পরিবেশবিদ সাইফুল্লাহ এমরান, গ্রিন ভয়েস শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন, নুরে জান্নাত তাসফিয়া, রুবেল কুমার দাস, রিসালাত মিয়া, শুভ আকন্দ প্রমুখ। 

বক্তারা বলেন, জেলায় থাকা ৫৮টি নদীর মধ্যে বেশিরভাগ নদীই আজ বিলীন হয়ে গেছে। যে সাত থেকে আটটি নদীর প্রবাহ এখনো রয়েছে সেগুলোও বিপন্ন অবস্থায় পড়েছে। এগুলোকে রক্ষায় দ্রত সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আজকালের খবর/ওআর