মঙ্গলবার ১২ নভেম্বর ২০২৪
বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ১২:৪৬ PM
আফ্রিকার দেশ বেনিনের একটি জ্বালানি ডিপোতে আগুন লেগে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন নিহত হন। ওই বিস্ফোরণের ঘটনার পর আকাশে ধোঁয়ার কালো মেঘ দেখা গেছে। বেনিনের সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা এ তথ্য দিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, শনিবার নাইজেরিয়ার সীমান্তবর্তী সেমে-পডজি শহরে চোরাচালান করা জ্বালানির গুদামে আগুন লেগেছিল। সেখানে গাড়ি, মোটরবাইক এবং তিন চাকার ট্যাক্সিগুলো জ্বালানি মজুত করতে এসেছিল।

প্রসিকিউটর আবদুবাকি অ্যাডাম-বোঙ্গলে এক বিবৃতিতে বলেন, "আগুনে দোকান পুড়ে গেছে এবং প্রাথমিক তদন্ত অনুসারে একজন শিশুসহ ৩৫ জন মারা গেছেন।"

"সাক্ষাত্কার নেওয়া প্রত্যক্ষদর্শীদের মতে, সম্ভবত গ্যাসোলিনের ব্যাগ আনলোড করার সময় আগুনের সূত্রপাত হয়েছিল।"

আবদুবাকি অ্যাডাম-বোঙ্গলে জানান, আরও অনেক মানুষ গুরুতর আহত হয়েছেন এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া আগুনের একটি ভিডিওতে দেখা গেছে, কালো ধোঁয়ার একটি মেঘ বাতাসে ছড়িয়ে পড়ছে। সেখানে আগুনের শিখাও দেখা গেছে। ঘটনাস্থলটিকে একটি বাজার বলে মনে হচ্ছে। এ সময় হতবাক লোকেরা নিরাপদ দূরত্ব থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছিল। সূত্র : আল-জাজিরা

আজকালের খবর/বিএস