রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
কারখানা পরিদর্শনকালে দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান
নিরবচ্ছিন্ন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৯:২০ PM আপডেট: ২৩.০৯.২০২৩ ৯:২৮ PM
দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা শিল্প-কারখানায় নিরবচ্ছিন্ন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা সচল রাখার জন্য মালিক-শ্রমিক সুসম্পর্কের ওপর গুরুত্বারোপ করেছেন। নরসিংদীর পলাশ উপজেলার চরসিন্দুর এলাকায় অবস্থিত দেশবন্ধু গ্রুপের দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, দেশবন্ধু পলিমার লিমিটেড, দেশবন্ধু ফুড ও বেভারেজ লিমিটেডসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করার সময় তিনি শ্রমিক-কর্মচারীদের উদ্দেশে এসব কথা বলেন। 

গোলাম মোস্তফা বলেন, শ্রমিক-মালিকের সুসম্পর্ক শিল্পের ভাবমূর্তি, ব্র্যান্ডিং, উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কারখানার উৎপাদন সহায়ক কর্মপরিবেশ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি বলেন, কোভিড-পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বিশ্বব্যাপী খাদ্য ও নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজমান। এই অবস্থায় শিল্প-কারখানায় কর্মরত শ্রমিকরা নিরবচ্ছিন্নভাবে উৎপাদনে মনোযোগী থাকবে। যাতে করে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা যায়। অন্যথায় এর নেতিবাচক প্রভাব বাজারে পড়তে বাধ্য। করোনাসহ নানা প্রতিকূলতা সত্ত্বেও বিগত সময়ে শ্রমিকরা কারখানার উৎপাদন সচল রাখায় তাদের ধন্যবাদ জানান তিনি।

কারখানা পরিদর্শন শেষে সিবিএ নেতাদের প্রধান কার্যালয়ে বৈঠকের আমন্ত্রণ জানান তিনি। আজ শনিবার সিবিএ নেতৃবৃন্দ দেশবন্ধু গ্রুপের রাজধানীর বনানীতে অবস্থিত প্রধান কার্যালয়ে এলে তাদের সঙ্গে বৈঠক করেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফা। পরে তাদের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন তিনি। 

এ সময় দেশবন্ধু গ্রুপের পরিচালক (প্রশাসন) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। 

উল্লেখ্য, ১৯৮৯ সালে ট্রেডিং ও সার আমদানির মাধ্যমে যাত্রা শুরু করে দেশবন্ধু গ্রুপ। বর্তমানে পলিমার, সিমেন্ট, সোয়েটার, শিপিং, জিএম হোল্ডিংস, অটো রাইস মিলস, সিকিউরিটি সার্ভিসেস, ট্রেডিং কোম্পানি, পাওয়ার প্লান্ট, টেক্সটাইল, ফাইবার, কনজ্যুমার অ্যান্ড অ্যাগ্রো, হাসপাতাল, পার্সেল অ্যান্ড লজিস্টিকসসহ ৩৩ ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে গ্রুপটির।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
গাজীপুরে রডবোঝাই ট্রাকে আগুন, চালক দগ্ধ
পাকিস্তানে যাত্রীবাহী বাসে বন্দুকধারীদের হামলা, নিহত ৮
কাকরাইল-শান্তিনগরে রিজভীর নেতৃত্বে মিছিল
পঞ্চগড়ে ইউএনও’র গাড়ি খাদে পড়ে প্রকৌশলীর মৃত্যু
নিরাপত্তায় সারাদেশে র‌্যাবের ৪৩৫ টহল টিম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ফের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft