রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
পীরগঞ্জে ৭২ ঘণ্টায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
সরকার বেলায়েত, পীরগঞ্জ
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৮ PM
রংপুরের পীরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনোয়ারুল ইসলামের দিকনির্দেশনায় ও তদন্ত ওসি আহসান হাবিব প্রিন্সের সার্বিক তত্ত্বাবধানে হত্যা মামলার প্রধান আসামি রংপুরের পীরগঞ্জে চতরা ইউনিয়নের ঘোনা চতরা ফকিরপাড়া গ্রামের মোস্তফিজার রহমান চেংটু (৪৮) কে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। 

মামলার এজাহারের বিবরণে জানা গেছে, মোস্তাফিজার রহমানের সাথে রোস্তম আলী সরকারের স্ত্রী রওশনারার অবৈধ সম্পর্ক আছে- এমন সন্দেহ দীর্ঘদিন থেকে করে আসতো রোস্তম আলী। এই বিরোধকে কেন্দ্র করে গত ১৮ সেপ্টেম্বর রাত অনুমান সাড়ে ১০টার সময় চতরা ফকিরপাড়া বটতলা তিন রাস্তার মোড়ে তার হাতে থাকা ধারালো ছোরা দিয়ে মোস্তাফিজুর রহমানের বুকে উপর্যুপরি আঘাত করে হত্যা করে। বিষয়টি খুব অল্প সময়ে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেললে আসামিকে গ্রেপ্তার করতে পুলিশ মাঠে নেমে পড়ে। পরে ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফিরোজ কবিরর সংগীয় ফোর্সসহ পীরগঞ্জ থানার একটি চৌকস টিম আসামিকে বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম মহানগরী ইপিজেট থানার ফেরিপোর্ট এলাকা থেকে প্রধান আসামি রোস্তমকে গ্রেপ্তার করে। পরে আসামির দেওয়া তথ্য অনুযায়ী হত্যার কাজে ব্যবহৃত ধারালো ছোরা উদ্ধার করা হয়। আসামি রোস্তম আলীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে তিনি স্বেচ্ছায় ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

আজকালের খবর/ওআর