প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪২ PM

ফাইবার ব্যবহার করে মোটরসাইকেলের বিভিন্ন ডেকোরেশন পণ্য তৈরি করে বেশ সাড়া ফেলেছেন পটুয়াখালীর আলামিন। পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের চর বলইকাঠি এলাকার দুবাই ফেরত আলামিন ফাইবার দিয়ে মোটরসাইকেল ডেকোরেশনের বিভিন্ন পণ্য তৈরি করে স্বাবলম্বী হয়েছেন এবং নতুন উদ্ভাবিত এ কৌশল সাড়া ফেলেছেন পুরো এলাকাবাসীর মাঝে।
উদ্যোক্তা আলামিন জানান, করোনায় দুবাই থেকে দেশে ফিরে বেকার হয়ে যান তিনি। পরে প্রাথমিকভাবে ফাইবার, রেজিন এবং পাওয়ার অক্সাইডের সমন্বয়ে বিভিন্ন লেয়ার তৈরি করে ফর্মায় ডাইসের সাহায্যে মোটরসাইকেলের বিভিন্ন ডেকোরেশন পণ্য টাংকির কভার, মার্গাট, ইঞ্জিন গার্ড, সাইড কভার, ব্যাক কভার, উইনলেট, উলসেটসহ প্লাস্টিকের পণ্যের আদলে মজবুত ফাইবার পণ্য তৈরি করা হয়। ফাইবার দিয়ে তৈরিকৃত পণ্যের চাহিদা থাকায় ঢাকা, চিটাগংসহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হয়।
চরবলইকাঠি এলাকারা বাসিন্দা রিয়াজ জানান, ফাইবার দিয়ে তৈরি বিভিন্ন পণ্য পাইকারি এবং খুচরা বিক্রি করে আলামিন এবং তার পরিবার খুব ভালোভাবে চলতে জীবনযাপন করছে।
সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ব্যাপক পরিসরে কর্মসংস্থান এবং এ পেশার মাধ্যমে বেকারত্ব সমস্যা সমাধান করা যাবে বলেও মনে করেন উদ্যোক্তা আলামিন।
আজকালের খবর/ওআর