শনিবার ১২ অক্টোবর ২০২৪
মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩৪ PM
রাজধানীর মহাখালীতে ট্রেনে কাটা পড়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৬টার দিকে মহাখালী রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে।

ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ জানিয়েছে, ঢাকা থেকে ছেড়ে জামালপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া দেওয়ানগঞ্জ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ আরও জানায়, ট্রেনে কাটা পড়ে প্রত্যেক শিশুর লাশ কয়েক টুকরা হয়ে যায়। তাদের সবার বয়স ১২-১৩ বছরের মধ্যে।

ট্রেনে কাটা পড়ে নিহতদের নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে স্থানীয়রা জানিয়েছেন, নিহত ৩ জনই পথশিশু। 

রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত ৩ শিশু রেললাইন ধরে মহাখালী থেকে সৈনিক ক্লাবের দিকে যাচ্ছিল। এ সময় সৈনিক ক্লাব ও মহাখালীর মাঝামাঝি স্থানে তারা ট্রেনে কাটা পড়ে।

ওসি ফেরদৌস আলম বিশ্বাস জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে।

আজকালের খবর/ওআর