বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফোরাম উইক শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৩১ PM
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ক্লাব ও ফোরাম সম্পর্কে শিক্ষার্থীদের অভিহিত করতে এবং নতুন সদস্য সংগ্রহের উদ্দেশ্যে শনিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়াম চত্বরে শুরু হয়েছে ‘ফোরাম উইক-২০২৩’।

ফোরাম উইকের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনিরুজ্জামান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের পরিচালক ড. ফারাহনাজ ফিরোজ, উপ-উপাচার্য অধ্যাপক ড. ইউনুছ মিয়া, রেজিস্ট্রার মুহাম্মদ আবদুল মতিন, প্রধান জনসংযোগ কর্মকর্তা ও সহকারী অধ্যাপক ফেরদৌস আলম সিদ্দিকী এবং স্টুডেন্ট ওয়েলফেয়ারের উপদেষ্টা রেহানা আক্তার উপস্থিত ছিলেন। আরো উপস্থিত ছিলেন সকল ফোরামের আহ্বায়ক, কো-অর্ডিনেটর, সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং কমকর্তাবৃন্দ।

আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ফোরামের সদস্য সংগ্রহ চলবে। অনুষ্ঠানটি আয়োজন করেছে স্টামফোর্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার।

বিশ্ববিদ্যালয়ে ফোরাম বা ক্লাবের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। পেশার দক্ষতা অর্জন, পারষ্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংস্কৃতিক মূল্যবোধ তৈরি, নেতৃত্বের অনুশীলন, সমাজ-রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা তৈরিতে শিক্ষার্থীদের প্রস্তুত করে থাকে ফোরাম।

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশে ডিবেট ফোরাম, সাহিত্য ফোরাম, জার্নালিস্ট ফোরাম, সিভিল ইঞ্জিনিয়ারিং ফোরাম, এন্টি-ড্রাগ ফোরাম, স্ট্রেবার্ড ফোরাম, ফটোগ্রাফিক সোসাইটি, কম্পিউটার সোসাইটি, ইয়েস ফোরাম, ড্রামা সোসাইটি, ম্যাথ সার্কেল, লাইফ সায়েন্স ক্লাব, ফার্মা ফোরাম, রোবোটিক্স ক্লাব, বিজনেস ফোরামসহ মোট ১৯টি ফোরাম ও ক্লাব রয়েছে। বিশ্ববিদ্যালয়টির ফোরামসমূহ নিয়মিত সেমিনার, কর্মশালা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, শিক্ষা সফর এবং নানাবিধ প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এর মধ্যে বেশকিছু ফোরাম জাতীয় পর্যায়ে নানা স্বীকৃতি অর্জন করেছে।

আজকালের খবর/আরইউ