রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
মঠবাড়িয়ায় কোটি টাকার কাজের উদ্বোধন করলেন এমপি
ফাহিমা আক্তার, মঠবাড়িয়া
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৫ PM
পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৩২ কোটি টাকা ব্যায়ে সড়ক ও জনপথ বিভাগের গুরুপ্তপূর্ণ ১৬টি ব্রিজ ও ২৯টি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অডিটরিয়ামে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়মের সভাপতিত্বে ও প্রভাষক রামীম আহম্মেদের সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন- সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী রাজিমুল আলম রাজু, উপজেলা জাতীয় পার্টি (এরশাদ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টুকু, যুবলীগ নেতা তৌহিদ মাসুম, সুমন বেপারী প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদার, ওসি (অপারেশন) আব্দুল হালিম, সাংবাদিক আবদুস সালাম আজাদী, মজিবর রহমান, জাতীয় পার্টি সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, প্রভাষক মোতালেব হোসেন, ফারুক হোসেন, জাতীয় পার্টি নেতা আলী রেজা রঞ্জুসহ স্থানীয় বিভিন্ন জন প্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ।

জানা গেছে, পিরোজপুর-পাথরঘাটা অঞ্চলিক মহাসড়কে মঠবাড়িয়া অংশের ১৬টি স্টিল ব্রিজ ও ২৯টি কালভার্ট বহু বছর ধরে জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা এ সড়কটি দিয়ে দেশের অন্যতম মৎস্য আহরণ ও সংরক্ষণ কেন্দ্র বরগুনা জেলার পাথরঘাটার গাড়ি মঠবাড়িয়া হয়ে ঢাকা, খুলনা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রান্তে চলাচল করে। স্টিল ব্রিজ ও পুরাতন কালভার্টগুলো নতুন করে আরসিসি ব্রিজ ও কালভার্ট নির্মাণ হলে এ এলাকার অর্থনৈতিক সাফলের পাশাপাশি সব শ্রেণির লোকজনের সুবিধা হবে।

সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজি সরকারের বিভিন্ন উন্নয়ন ও সাফল্যের কথা তুলে ধরে বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের রূপকার শেখ হাসিনার নেতৃত্বে দেশ দুরন্তগতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রীর এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

আজকালের খবর/ওআর








সর্বশেষ সংবাদ
আগামী বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন লিওনেল মেসি
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
ফের গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস আগামীকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ফের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft