শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪
পঞ্চগড় জেলা বাপার সভাপতি খায়ের, সম্পাদক জুয়েল
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৬ PM
অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়েরকে সভাপতি ও আজহারুল ইসলাম জুয়েলকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। 

গতকাল শুক্রবার বিকেলে নির্বাহী কমিটির প্রথম সভায় সর্বসম্মতিক্রমে ৩১ সদস্যবিশিষ্ট পঞ্চগড় জেলা আঞ্চলিক শাখা কমিটি গঠিত হয়। গত ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পঞ্চগড় আঞ্চলিক শাখা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২১ সদস্যদের নির্বাহী কমিটি গঠিত হয়। 

সম্মেলনে বাপার পঞ্চগড় শাখার আহ্বায়ক অ্যাডভোকেট একেএম আনোয়ারুল ইসলাম খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে পরিবেশ নিয়ে কাজ করছেন এমন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরিবেশ বন্ধু হিসেবে তেঁতুলিয়ার মাহমুদুল ইসলাম মামুন, গ্রিন ভয়েজ ও পরিবেশ বন্ধু সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

আজকালের খবর/ওআর