রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
এফডিসিতে সোহানের স্মরণসভায় আসেনি মৌসুমী!
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৬:১৮ PM
ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক সোহানুর রহমান সোহানের মৃত্যু পরবর্তী তার মরদেহ প্রিয় কর্মস্থল এফডিসিতে পারিবারিক বাধার কারণে আনতে না পারলেও ঘটা করে সম্মিলিতভাবে সোহানকে স্মরণ করেছেন তার প্রিয় সহকর্মীরা । 

আজ শনিবার দুপুরে জহির রায়হান কালার ল্যাব অডিটোরিয়াম সোহানুর রহমান সোহানের স্মরণে সভার আয়োজন করা হয়। সম্মিলিত চলচ্চিত্র পরিষদ স্মরণসভার আয়োজন করেন। 

এদিন বরেণ্য নির্মাতা সোহানুর রহমান সোহানকে স্মৃতিকথায় স্মরণ করেন তার প্রিয় সহকর্মীরা। তবে সকলের দৃষ্টি ছিলো সোহানুর রহমান সোহানের অমর সৃষ্টি চিত্রনায়িকা মৌসুমীর দিকে। কারণ মৃত্যুর পর মৌসুমী উত্তরায় সোহানের বাসভবনে যান নি। সকলের ধারণা ছিলো বিষয়টি তাৎক্ষণিক হওয়ায় ভেঙে পড়েছেন মৌসুমী। ফলে সকলের প্রত্যাশা ছিলো স্মরণসভায় আসবেন। প্রিয় ওস্তাদের সাদাকালো ছবিতে ফুল দিয়ে স্মরণসভায় দু-চার কথা বলবেন। কিন্তু সকলের ধারণা অমূলক করে দিয়ে সারাটা বিকেল জুড়েও দেখা মেলেনি মৌসুমীর!

এ নিয়ে নির্মাতারা আশাহত হয়েছেন। বরেণ্য পরিচালক ওয়াকিল আহমেদসহ একাধিক পরিচালক অনুযোগ করে বলেন- এটা দুঃখজনক। সকলকেই একদিন চলে যেতে হবে। অভিমান থাকতে পারে কিন্তু সেটা মৃত্যুর মধ্য দিয়ে শেষ হয়ে যায়। যদিও আমরা জানি না তাদের মাঝে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল কিনা। যাই হোক মৌসুমীর আশা উচিৎ ছিলো।  এই না আশাটা ভক্তদের মাঝে নেতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।

মৌসুমী উপস্থিত না হলেও এদিন- বরেণ্য নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু, দেওয়ান নজরুল, ক্যামেরাম্যান আব্দুল লতিফ বাচ্চু, আসাদুজ্জামান মজনু, বাদল খন্দকার, ওয়াকিল আহমেদ, প্রযোজক খোরশেদ আলম খসরু, শামসুল আলম, অভিনেত্রী দিলারা, বাপ্পারাজ, পলি, পরিচালক আওকাত হোসেন, গাজী জাহাঙ্গীর, গাজী মাহবুব, আবু মুসা দেবু, রায়হান মুজিব, শেখ নজরুল, রেজা হাসমত, আমান, শাহ আলম মণ্ডল, সাইমন তারিকসহ পরিচালক সমিতির কার্যকরী কমিটি উপস্থিত ছিলেন। এছাড়া শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার উপস্থিত ছিলেন। 

সোহনুর রহমান সোহান ১৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা উত্তরার একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এর আগেরদিন তার স্ত্রী প্রিয়া রহমান স্ট্রোক করে মারা যান।

নব্বই দশকের আলোচিত এই পরিচালক শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন ১৯৭৭ সালে। পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৮৮ সালে। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। সালমান শাহ অভিনীত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমা দিয়ে খ্যাতি লাভ করেন।

সোহানুর রহমান সোহান পরিচালিত আলোচিত সিনেমাগুলো হলো- ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘কোটি টাকার প্রেম’সহ অনেক সিনেমা।

আজকালের খবর/আতে








সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস আগামীকাল
পাবনায় চার হাজার ১০০ হেক্টর জমিতে শিমের আবাদে কৃষকের ভাগ্যবদল
কৃষিতে বিষ্ময়কর সাফল্যের টেকসই ব্যবস্থা দরকার
নাট-বল্টু খুলে নেওয়ায় আজ দেরিতে ছাড়ে ‘কক্সবাজার এক্সপ্রেস’
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস
মানহানির মামলায় মালয়েশিয়া থেকে ক্ষতিপূরণ পেলেন জাকির নায়েক
ভূমিকম্প আতঙ্কে পদদলিত হয়ে কুমিল্লায় অর্ধশতাধিক শ্রমিক আহত
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft