রবিবার ৮ সেপ্টেম্বর ২০২৪
ফরিদপুরে মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার চার
হারুন-অর-রশীদ, ফরিদপুর
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৫:২৬ PM
ফরিদপুরের নগরকান্দায় একটি মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ওই চারজন মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনায় সরাসরি জড়িত বলে দাবী পুলিশের। আজ শনিবার দুপুরে ফরিদপুরের পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শাহজাহান। 

গ্রেপ্তাররা হলেন- আ. সালাম বেপারী, মো. সোহেল সরদার, মো. রুবেল আকন ও পাভেল খান। তাদের সবার বাড়ি মাদারীপুরের শিবচর উপজেলার যদুয়ার চর গ্রামে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান বলেন, দীর্ঘদিন বিভিন্ন তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাকাতদল সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টার পর নগরকান্দা থানার একটি টিম গত বৃহস্পতিবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৪ ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞেসাবাদে ডাকাতির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবী পুলিশ সুপারের।

এ সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শৈলেন চাকমা, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গ, এ বছরের ২ এপ্রিল ফরিদপুরের নগরকান্দার বাসাগাড়ি এলাকায় একটি মুরগীর ট্রাকে ডাকাতির ঘটনা ঘটে। সে সময় ট্রাকে থাকা মুরগী কেনার ৫ লাখ ৮৬ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দলের সদস্যরা।

আজকালের খবর/ওআর