সোমবার ৯ ডিসেম্বর ২০২৪
এবার আরবি ও তুর্কি গানে রানা ও তাবিব
আনন্দমেলা প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪৩ PM
কদিন আগের বলিউডের জন্য গান করেছেন তাবীব মাহমুদ ও গল্লিবয় রানা। এবার জানা গেল নতুন খবর। কামরাঙ্গীরচরের বস্তি থেকে উঠে আসা র‍্যাপার ‘গল্লিবয়’ খ্যাত রানা এবার আরবি ও তুর্কি ভাষায় গান নিয়ে আসছে। 

তাবীব এ প্রসঙ্গে বলেন, আমরা দুজনই আরবি ভাষা বিষয়ে পড়াশোনা করছি। পাশাপাশি ইংরেজি ভাষা শেখাচ্ছি রানাকে। এখান থেকে আমার মনে হলো ভাষাশিক্ষাকে কাজে লাগানো উচিত। এতে আমরা গান দিয়ে আরও বেশি মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারব। যে কারণে আমরা এখন বাংলার পাশাপাশি আরবি ও তুর্কি ভাষায় প্রথম গান করেছি। গানটির মিউজিক ভিডিও তিন দেশে শুটিং করতে চাই।

তাবীব-রানার ‘চাপ নাই’ শিরোনামের একটি গান যুক্ত হয়েছে বলিউডের ‘কালা’ ওয়েব সিরিজ। থিম সং হিসেবে ব্যবহৃত হয়েছে গানটি। সিরিজের প্রমোতে শোনা গেছে গানটি।

ওটিটি মাধ্যম ডিজনি হটস্টারে প্রকাশিত হয়েছে ‘কালা’।

আজকালের খবর/আতে