রবিবার ৩ ডিসেম্বর ২০২৩
লেখক সম্মাননা দেবে ঢাকা সাব-এডিটরস কাউন্সিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ৪:০৫ PM আপডেট: ২৩.০৯.২০২৩ ৪:২৯ PM
ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) লেখক সম্মাননা দেবে। সদস্যদের ২০২০ থেকে ’২৩ সালের মধ্যে প্রকাশিত বইসহ তথ্য জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত বই জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পর বই নেওয়া হবে না।

কিছু শর্তও জুড়ে দিয়েছে রাজধানীতে কর্মরত সাব এডিটরদের সংগঠনটি। শর্তগুলো হলো— সদস্যরা শুধু আবেদন করতে পারবেন। গল্প-উপন্যাস, কবিতা, ইতিহাস-গবেষণা, শিশুসাহিত্য, ভ্রমণ-বিজ্ঞান, অনুবাদ— এই ছয় ক্যাটাগরিতে সম্মননা দেওয়া হবে। একজন লেখক কেবল একটি ক্যাটাগরিতে বই জমা দিতে পারবেন। সম্মাননার জন্য জমা দেওয়া বই ২০২০ থেকে ২০২৩ সালের মধ্যে প্রকাশিত (প্রথম মুদ্রণ) হতে হবে। প্রথম মুদ্রণ ছাড়া কোনো সংস্করণ (রি-প্রিন্ট) বই গ্রহণযোগ্য নয়। বই জমা দেওয়ার সময় লেখকের সংক্ষিপ্ত প্রোফাইল (সর্বোচ্চ ৩০০ শব্দ) ও বই বিষয়ে সংক্ষিপ্ত বিবরণ হাতে লিখে অথবা প্রিন্ট করে জমা দিতে হবে (সর্বোচ্চ ৩০০ শব্দ)। প্রতি ক্যাটাগরিতে জুরিবোর্ডের মাধ্যমে নির্বাচিত তিন জনকে সম্মাননা দেওয়া হবে। লেখক সম্মাননার বিষয়ে জুরি বোর্ডের সিদ্ধান্ত চূড়ান্ত। বইয়ের কপিরাইট বা অন্যান্য আইনি ইস্যুতে জটিলতা হলে তা লেখকের ওপর বর্তাবে; সংগঠন কোনো দায় নেবে না।

ডিএসইসির ৫৫/১, ইসলাম এস্টেট (তৃতীয় তলা), পুরানা পল্টন অফিসে বই জমা দেওয়া যাবে। সরাসরি কিংবা কুরিয়ারে বই পাঠানো যাবে। এ ছাড়া সম্মাননা প্রদান উপ-কমিটির আহ্বায়ক কবীর আলমগীরের (০১৬৭৪-২৮২২৫৭) সঙ্গে যোগাযোগ করে বই জমা দেওয়া যাবে। লেখক সম্মাননা অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

আজকালের খবর/আরইউ








সর্বশেষ সংবাদ
আগামী বিশ্বকাপ খেলা নিয়ে যা বললেন লিওনেল মেসি
জামালপুরে পুলিশ ভ্যানে ট্রেনের ধাক্কা, পুলিশ সদস্যের মৃত্যু
ফের গাজায় শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত ১৩
বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
ঠাকুরগাঁও হানাদারমুক্ত দিবস আগামীকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
উপচে পড়া দর্শকে অনুষ্ঠিত হলো ‘বিজয়ের উল্লাস’
আদালতে লিখিত ব্যাখ্যা দিলেন নৌকার প্রার্থী মৃণাল কান্তি দাস
মনোনয়নপত্র দাখিল করেছে ২৯টি দল
টাঙ্গাইলের দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি
ফের অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ জাতিসংঘের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft