প্রকাশ: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩, ২:১৩ PM

বিশ্বকাপের আগে নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।
শনিবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচটিতে কিছুটা চোট থাকায় একাদশ থেকে ছিটকে গেছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। তার পরিবর্তে ওয়ানডে দলে অভিষেক করা হয়েছে পেসার খালেদ আহমেদকে। যদিও এর আগে টাইগারদের হয়ে তিনি সাদা পোশাকের ম্যাচ খেলেছেন।
এছাড়া বাংলাদেশের একাদশে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। আগের ম্যাচে থাকা নুরুল হাসান সোহানকে বসানো হয়েছে, সেই জায়গায় বাড়ানো হয়েছে একজন পেসার। দলে ফিরেছেন গতকাল স্কোয়াডে যুক্ত হওয়া পেসার হাসান মাহমুদ। অন্যদিকে, নিউজিল্যান্ডের একাদশে কোনো পরিবর্তন আসেনি।
বাংলাদেশ একাদশ : লিটন দাস, তামিম ইকবাল, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মাহেদী হাসান, তানজিম হাসান, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ মোস্তাফিজুর রহমান।
আজকালের খবর/বিএস